কুমিল্লার ক্রীড়া সংগঠকরা বাফুফের ওপর ক্ষুব্ধ। তারা বলছে বাফুফে মাঠ নিয়ে খোঁজখবর নেয় না। একটা মাঠে খেলা চালাতে হলে কীভাবে ভেন্যুকে সহযোগিতা করবে সেটি নাকি করছে না বাফুফে। কুমিল্লার সংগঠকরা বলছেন ‘আপনারা ঘরে বসে থাকবেন আর আমরা আপনাদের খেলা চালিয়ে দেব, তা হবে না।’
জেলা ফুটবল কর্মকর্তা আহসান উল্লাহ স্বপনের কথা হচ্ছে-বাফুফের সঙ্গে তাদের কথা ছিল, বাফুফে সব রকম সহযোগিতা করবে। কিন্তু মাঠ পাওয়ার… বিস্তারিত