12:55 am, Sunday, 22 December 2024

একটি স্বপ্ন

পিতৃত্বে স্বপ্ন ছিল আকাশ ছোঁয়া!
ওরা অনেক বড় হবে;
ছুঁয়ে যাবে আমার অধরা স্বপন!
প্রৌঢ়ত্বে স্বপ্নেরা কিছুটা থিতু,
তবু দেখতাম, নাতি-নাতনি ভরা গৃহখানি
ঠিক যেন হয়ে রবে চাঁদের হাট!
আর আজ বৃদ্ধাশ্রমে বসে,
দেখছি মাত্র একটি স্বপ্ন,
মাটি যেন হয় প্রিয় বাবা-মায়ের পাশে
তাদের নিয়ে আমার স্বপ্নীল ভুবন।

Tag :

একটি স্বপ্ন

Update Time : 04:08:37 pm, Saturday, 21 December 2024

পিতৃত্বে স্বপ্ন ছিল আকাশ ছোঁয়া!
ওরা অনেক বড় হবে;
ছুঁয়ে যাবে আমার অধরা স্বপন!
প্রৌঢ়ত্বে স্বপ্নেরা কিছুটা থিতু,
তবু দেখতাম, নাতি-নাতনি ভরা গৃহখানি
ঠিক যেন হয়ে রবে চাঁদের হাট!
আর আজ বৃদ্ধাশ্রমে বসে,
দেখছি মাত্র একটি স্বপ্ন,
মাটি যেন হয় প্রিয় বাবা-মায়ের পাশে
তাদের নিয়ে আমার স্বপ্নীল ভুবন।