নিজস্ব প্রতিবেদকঃ বরিশালে যাত্রীবেশে অটোরিকশা ছিনতাইকালে দুই যুবকে আটক করেছেন বরিশাল এয়ারপোর্ট থানা পুলিশ। শুক্রবার রাতে ঢাকা-বরিশাল মহাসড়কে এই ঘটনা ঘটে। এসময় অটোরিকশা উদ্ধার এবং ছিনতাই করা প্রায় ৫০০ টাকা জব্দ করা হয়। অভিযুক্ত ব্যক্তিরা হলেন, নাঈম হাওলাদার (২১), বরিশাল জেলার বাকেরগঞ্জের দিয়াতলী গ্রামের নাসির উদ্দিন হাওলাদারের ছেলে। এছাড়া আল আরাফাত ইয়াছিন (২০), ঝালকাঠি জেলার নলছিটির শীতলাপাড়া গ্রামের খলিল হাওলাদারের ছেলে। ভুক্তভোগী অটোরিকশা চালক মো. সাফিন (১৭) বলেন, ‘যাত্রীর জন্য নথুল্লাবাদ বাস টার্মিনালে দাঁড়িয়ে ছিলাম। তখন ওই দুই যুবক ১০০ টাকা ভাড়ায় গুঠিয়া যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়।পথে চন্দ্রপাড়া নামে একটি গ্রামে অটোরিকশা থামিয়ে চাকু দেখিয়ে পকেটে থাকা টাকা ও অটোরিকশা ছিনিয়ে নেয়। এরপর তারা আমার মুখ বেঁধে রাস্তার পাশে ফেলে রাখে। এ ঘটনা আরেক অটোরিকশা চালক দেখতে পেয়ে পুলিশকে জানায়। পরে পুলিশ ও স্থানীয় জনতা ওই যুবকদের ধরে নিয়ে যায়। এয়ারপোর্ট থানার ওসি জাকির হোসেন শিকদার বলেন, দুই যুবকের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। পরে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
The post অটোরিকশা ছিনতাইকালে দুই যুবকে আটক করলেন এয়ারপোর্ট থানা পুলিশ appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.