4:23 pm, Sunday, 22 December 2024

আবাহনী-কিংসের ওপরে রহমতগঞ্জ

বাংলাদেশ প্রিমিয়ার লিগের চার রাউন্ড পর পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে চকচক করছে রহমতগঞ্জের নাম। লিগ শেষে পুরনো ঢাকার এ ক্লাবটির অবস্থান কোথায় থাকবে সেটা সময়ই বলে দেবে। তবে চার রাউন্ড শেষে তাদের এই অবস্থান অবশ্যই খুশির খবর কম বাজেটের দলটির কর্মকর্তাদের জন্য।

চার ম্যাচের তিনটি জিতেছে রহমতগঞ্জ। হেরেছে এক ম্যাচে কিংসের কাছে। ৯ পয়েন্ট নিয়ে তারা আবাহনীর সমান্তরালে। গোলগড়ে ৬ বারের চ্যাম্পিয়ন আবাহনীকে পেছনে ফেলে অবস্থান করছে দুইয়ে। আবাহনী তিনে, চারে ব্রাদার্স ও পাঁচবারের চ্যাম্পিয়ন কিংস পাঁচে।

শনিবার নিজেদের চতুর্থ ম্যাচে রহমতগঞ্জ ৩-১ গোলে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়নকে। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়েছিল রহমতগঞ্জ। খেলার দ্বিতীয় মিনিটেই রহমতগঞ্জ লিড নেয় ঘানার স্যামুয়েল বোয়েটেংয়ের গোলে। ৭০ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ম্যাচে সমতা ফিরিয়ে এনেছিলেন ব্রাদার্সের সেনেগালের ফুটবলার সেনে।

দুর্দান্ত খেলেছেন বোয়েটেং। নিজে দুই গোল করেছেন, করিয়েছেনও। ৭৯ মিনিটে তার পাস থেকেই গোল করে দলকেলিড এনে দিয়েছিলেন নাবিব নেওয়াজ জীবন। বোয়েটেং ব্যবধান ৩-১ করেছেন ইনজুরি সময়ের ষষ্ঠ মিনিটে। চার ম্যাচে ব্রাদার্সের পয়েন্ট ৭।

দিনের অন্য দুই ম্যাচে ইয়ংমেন্স হারিয়েছে চট্টগ্রাম আবাহনীকে ও ফর্টিস ১-১ গোলে ড্র করেছে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবকে। ইয়ংমেন্সের একটি প্রথম জয়। ৩ পয়েন্ট নিয়ে টেবিলের আটে তারা। ৫ পয়েন্ট নিয়ে সাতে ফর্টিস। টানা চার হারে পয়েন্টহীন চট্টগ্রাম আবাহনী সবার নিচে।

The post আবাহনী-কিংসের ওপরে রহমতগঞ্জ appeared first on Bangladesher Khela.

Tag :

আবাহনী-কিংসের ওপরে রহমতগঞ্জ

Update Time : 11:09:31 pm, Saturday, 21 December 2024

বাংলাদেশ প্রিমিয়ার লিগের চার রাউন্ড পর পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে চকচক করছে রহমতগঞ্জের নাম। লিগ শেষে পুরনো ঢাকার এ ক্লাবটির অবস্থান কোথায় থাকবে সেটা সময়ই বলে দেবে। তবে চার রাউন্ড শেষে তাদের এই অবস্থান অবশ্যই খুশির খবর কম বাজেটের দলটির কর্মকর্তাদের জন্য।

চার ম্যাচের তিনটি জিতেছে রহমতগঞ্জ। হেরেছে এক ম্যাচে কিংসের কাছে। ৯ পয়েন্ট নিয়ে তারা আবাহনীর সমান্তরালে। গোলগড়ে ৬ বারের চ্যাম্পিয়ন আবাহনীকে পেছনে ফেলে অবস্থান করছে দুইয়ে। আবাহনী তিনে, চারে ব্রাদার্স ও পাঁচবারের চ্যাম্পিয়ন কিংস পাঁচে।

শনিবার নিজেদের চতুর্থ ম্যাচে রহমতগঞ্জ ৩-১ গোলে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়নকে। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়েছিল রহমতগঞ্জ। খেলার দ্বিতীয় মিনিটেই রহমতগঞ্জ লিড নেয় ঘানার স্যামুয়েল বোয়েটেংয়ের গোলে। ৭০ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ম্যাচে সমতা ফিরিয়ে এনেছিলেন ব্রাদার্সের সেনেগালের ফুটবলার সেনে।

দুর্দান্ত খেলেছেন বোয়েটেং। নিজে দুই গোল করেছেন, করিয়েছেনও। ৭৯ মিনিটে তার পাস থেকেই গোল করে দলকেলিড এনে দিয়েছিলেন নাবিব নেওয়াজ জীবন। বোয়েটেং ব্যবধান ৩-১ করেছেন ইনজুরি সময়ের ষষ্ঠ মিনিটে। চার ম্যাচে ব্রাদার্সের পয়েন্ট ৭।

দিনের অন্য দুই ম্যাচে ইয়ংমেন্স হারিয়েছে চট্টগ্রাম আবাহনীকে ও ফর্টিস ১-১ গোলে ড্র করেছে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবকে। ইয়ংমেন্সের একটি প্রথম জয়। ৩ পয়েন্ট নিয়ে টেবিলের আটে তারা। ৫ পয়েন্ট নিয়ে সাতে ফর্টিস। টানা চার হারে পয়েন্টহীন চট্টগ্রাম আবাহনী সবার নিচে।

The post আবাহনী-কিংসের ওপরে রহমতগঞ্জ appeared first on Bangladesher Khela.