রূপসা নন্দিনী সাহিত্য ও পাঠচক্র, খুলনার বাৎসরিক সাধারণ সভা ও মিলনমেলা-২০২৪ শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে নগরীর মুজগুন্নীস্থ উল্লাস অ্যামিউজমেন্ট পার্ক সংলগ্ন আর্টইয়ার্ড ক্যাফেতে সংগঠনের সভানেত্রী মুর্শিদা আক্তার রনির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সঞ্চালনা করেন অধ্যাপিকা মিনু মমতাজ।
সভায় সর্বসম্মতিক্রমে লায়লা আজাদকে সভানেত্রী ও অধ্যাপিকা মিনু মমতাজকে সাধারণ সম্পাদক করে ২০২৫-২০২৬ বর্ষের নির্বাহী পরিষদ গঠিত হয়। কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভানেত্রী হোসনে আরা মাহমুদ লিলি ও আক্তার জাহান, সহ-সাধারণ সম্পাদক হাসনাত জাহান হ্যাপি, কোষাধ্যক্ষ জেসমিন আরা, সহ-কোষাধ্যক্ষ বনানী সুলতানা ঝুমু, সাংগঠনিক সম্পাদক নাহিদ সুলতানা বেনু, সাংস্কৃতিক সম্পাদক লাইজু আক্তার, সাহিত্য সম্পাদক জিনিয়া রহমান শেলী, প্রচার সম্পাদক নাহিদ পারভীন এবং নির্বাহী সদস্য মুর্শিদা আক্তার রনি, শাহীনা বাবর, আলমাস আরা ও খুরশিদা আক্তার হেলেন।
এর আগে কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে সভার কার্যক্রম শুরু হয়। তেলাওয়াত করেন আতিয়া জিন্নাত লাবিবা এবং মোনাজাত করেন অধ্যাপিকা সুরাইয়া বেগম। স্বাগত বক্তব্য দেন শাহীনা বাবর। এছাড়া বক্তৃতা করেন হোসনে আরা মাহমুদ লিলি, নাজমা বেগম, বুলবুল আকতার, মুর্শিদা খাতুন, শাহানারা রহমান, পারভীন আকতার কাজল, শামীমা আরফিন আক্তার, তানিয়া জামান এবং নবীন নন্দিনীদের মধ্যে ফারাহ আহমদ ও সায়মা শামসুদ্দীন অঙ্গনা প্রমূখ।
সভায় বাৎসরিক আয়-ব্যয়ের হিসাব অনুমোদিত হয়। অনুষ্ঠানে আলোচনা, কবিতা পাঠ, সংগীত পরিবেশন এবং বিভিন্ন দিক তুলে ধরে মতামত প্রদান করেন প্রবীন ও নবীন নন্দিনীরা। সকল সদস্যকে সংগঠনের পক্ষ থেকে উপহার প্রদান করা হয়।
খুলনা গেজেট/এএজে
The post রূপসা নন্দিনীর সভানেত্রী লায়লা আজাদ, সাধারণ সম্পাদক মিনু মমতাজ appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.