বিগত সরকারের দেড় যুগে সবচেয়ে সুবিধাভোগ করেছেন সরকারি চাকরিজীবীরা। ওপর থেকে যে নির্দেশনেই এসেছে তা তারা অক্ষরে অক্ষরে পালন করেছেন। সেগুলো নীতি-বিধিবিধানের সঙ্গে সাংঘর্ষিক হলেও কোনো প্রশ্ন তোলেননি। সরকারকে ক্ষমতায় টিকিয়ে রেখে তারা আস্থা অর্জন করেছেন। সুবিধাভোগী এই শ্রেণির সুবিধার তালিকা বছর বছর দীর্ঘ হয়েছে।
সে সবের হয়নি কোনো সংস্কার, পেশাদারিত্বে লাগেনি উন্নতির ছোঁয়া। জনপ্রশাসন… বিস্তারিত