4:12 am, Monday, 23 December 2024

চুয়াডাঙ্গায় সোমবার থেকে পরিবহন ধর্মঘটের হুঁশিয়ারি

চুয়াডাঙ্গায় সকল সড়ক ও আঞ্চলিক মহাসড়কে ব্যাটারিচালিত ভ্যান (পাখিভ্যান) ও ইজিবাইক চলাচল বন্ধের দাবি জানিয়েছেন সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। রোববারের (২২ ডিসেম্বর) মধ্যে প্রশাসন তাদের দাবি বাস্তবায়নে কার্যকর উদ্যোগ না নিলে সোমবার (২৩ ডিসেম্বর) সকাল থেকে জেলার সকল পথে পরিবহন চলাচল বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন।

শনিবার দুপুরে চুয়াডাঙ্গা জেলা সড়ক পরিবহন মালিক সমিতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেয়া হয়। সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক একেএম মঈন উদ্দিন লিখিত বক্তব্য উপস্থাপন এবং শ্রমিক ইউনিয়নের সভাপতি এম জেনারেল কর্মসূচি ঘোষণা করেন।

এ সময় তিনি আরও বলেন, ৫ আগস্টের আগে জেলায় ব্যাটারিচালিত ইজিবাইক, পাখিভ্যান, থ্রি হুইলারসহ অন্য অবৈধ যানগুলো যেভাবে চলাচল করতো, সেভাবেই তারা চলাচল করুক এই দাবিতে আজকের এই সংবাদ সম্মেলন। প্রশাসন বারবার প্রতিশ্রুতি দিয়ে তারা সেটা রক্ষা করেনি।

কর্মসূচি ঘোষণাকালে বলা হয়, সোমবার (২৩ ডিসেম্বর) থেকে টানা দুইদিন পরিবহন চলাচল বন্ধের মধ্যে প্রশাসন যদি সমাধানের উদ্যোগ না নেয়, তাহলে আগামী ২৬ ডিসেম্বর থেকে অভ্যন্তরীণ পথের পাশাপাশি দূরপাল্লার সকল রুটে পরিবহন বন্ধ করে দেয়া হবে।

এ সময় চুয়াডাঙ্গা জেলা মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি হাসান ইমাম বকুল, সাধারণ সম্পাদক আবুল কালামসহ সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

খুলনা গেজেট/এএজে

The post চুয়াডাঙ্গায় সোমবার থেকে পরিবহন ধর্মঘটের হুঁশিয়ারি appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.

Tag :

চুয়াডাঙ্গায় সোমবার থেকে পরিবহন ধর্মঘটের হুঁশিয়ারি

Update Time : 06:09:50 pm, Sunday, 22 December 2024

চুয়াডাঙ্গায় সকল সড়ক ও আঞ্চলিক মহাসড়কে ব্যাটারিচালিত ভ্যান (পাখিভ্যান) ও ইজিবাইক চলাচল বন্ধের দাবি জানিয়েছেন সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। রোববারের (২২ ডিসেম্বর) মধ্যে প্রশাসন তাদের দাবি বাস্তবায়নে কার্যকর উদ্যোগ না নিলে সোমবার (২৩ ডিসেম্বর) সকাল থেকে জেলার সকল পথে পরিবহন চলাচল বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন।

শনিবার দুপুরে চুয়াডাঙ্গা জেলা সড়ক পরিবহন মালিক সমিতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেয়া হয়। সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক একেএম মঈন উদ্দিন লিখিত বক্তব্য উপস্থাপন এবং শ্রমিক ইউনিয়নের সভাপতি এম জেনারেল কর্মসূচি ঘোষণা করেন।

এ সময় তিনি আরও বলেন, ৫ আগস্টের আগে জেলায় ব্যাটারিচালিত ইজিবাইক, পাখিভ্যান, থ্রি হুইলারসহ অন্য অবৈধ যানগুলো যেভাবে চলাচল করতো, সেভাবেই তারা চলাচল করুক এই দাবিতে আজকের এই সংবাদ সম্মেলন। প্রশাসন বারবার প্রতিশ্রুতি দিয়ে তারা সেটা রক্ষা করেনি।

কর্মসূচি ঘোষণাকালে বলা হয়, সোমবার (২৩ ডিসেম্বর) থেকে টানা দুইদিন পরিবহন চলাচল বন্ধের মধ্যে প্রশাসন যদি সমাধানের উদ্যোগ না নেয়, তাহলে আগামী ২৬ ডিসেম্বর থেকে অভ্যন্তরীণ পথের পাশাপাশি দূরপাল্লার সকল রুটে পরিবহন বন্ধ করে দেয়া হবে।

এ সময় চুয়াডাঙ্গা জেলা মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি হাসান ইমাম বকুল, সাধারণ সম্পাদক আবুল কালামসহ সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

খুলনা গেজেট/এএজে

The post চুয়াডাঙ্গায় সোমবার থেকে পরিবহন ধর্মঘটের হুঁশিয়ারি appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.