9:29 am, Monday, 23 December 2024

চেয়ারের গল্প

দেখো সবুজের বিস্তৃত ক্ষেত্র,
চেয়ে দেখো কৃষকের ব্যস্ত দুপুর।
দেখো নববধূর মুক্ত স্বাধীন চুল,
আর কিশোর-কিশোরীর নিখুঁত উচ্ছ্বাস।
তারা সবাই তোমাকে চেয়েছিল,
ভাবত তুমি বিপ্লব কিংবা পরিবর্তন।
তারা জানত না, তুমি ওদের মতোই
রক্তমাংসের একই মানুষ।
যার চেতনা বাঁধা চেয়ারের হাতলে,
চিবুক ঢলে থাকে টেবিলের ওপর।
সেখানে আটকে থাকে ওদেরই ভবিষ্যৎ,
স্থির, নীরব, অপ্রকাশিত।

Tag :

চেয়ারের গল্প

Update Time : 12:06:35 am, Monday, 23 December 2024

দেখো সবুজের বিস্তৃত ক্ষেত্র,
চেয়ে দেখো কৃষকের ব্যস্ত দুপুর।
দেখো নববধূর মুক্ত স্বাধীন চুল,
আর কিশোর-কিশোরীর নিখুঁত উচ্ছ্বাস।
তারা সবাই তোমাকে চেয়েছিল,
ভাবত তুমি বিপ্লব কিংবা পরিবর্তন।
তারা জানত না, তুমি ওদের মতোই
রক্তমাংসের একই মানুষ।
যার চেতনা বাঁধা চেয়ারের হাতলে,
চিবুক ঢলে থাকে টেবিলের ওপর।
সেখানে আটকে থাকে ওদেরই ভবিষ্যৎ,
স্থির, নীরব, অপ্রকাশিত।