১.এই যে এতো কথাসবুজে হাঁটা, নদীর পাড়মেঘের পাহাড় থেকে সমুদ্রে সাঁতারঅথচ খুব চেনাআসে অপরিচিত দুঃখতখন দিনের পর দিন বৃষ্টি হয়বসন্ত বাতাস গ্রাস করে নেয় শীতের প্রবাহঘুরে ঘুরে প্রাচীন ‘সাদা রোদ’সব ছাপিয়ে, ভাসিয়ে দিয়ে যায়ভোরবেলা, আমার পরিচিত হিয়া, ঘরতখনতোমার উঠানে জোনাকির মিছিলেএকাকী নিঝুম রাত আমাকে লন্ডভন্ড করেজ্যোৎস্না নামে তোমার ঘরেতারপর,বৃক্ষ হয়ে রইআর কোথাও হয় না যাওয়াকোথাও হয় না… বিস্তারিত