12:01 am, Wednesday, 25 December 2024

ময়মনসিংহে পুলিশের অভিযানে ৩টি আগ্নেয়াসহ বিপুল পরিমান মাদক উদ্ধারঃ গ্রেফতার ১

 ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা এলাকার ৩ নং পুলিশ ফাড়ির ইনচার্জ সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, বহু সংখক দেশীয় অস্ত্র ও বিপুল পরিমান মাদকসহ ১ জনকে গ্রেফতার করেছেন। অভিযান চলা সময়ে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইনলাম যোগ দেন। অবৈধ অস্র ও মাদক উদ্ধার সংক্রান্তে প্রেস ব্রিফিং করছেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ডা. মোঃ আশরাফুর রহমান ও ময়মনসিংহ জেলার পুলিশ সুপার কাজী আখতার উল আলম।

পুলিশ জানায়, ২২ ডিসেম্বর পুলিশ পরিদর্শক (নিঃ) মোহাম্মদ আনোয়ার হোসেন এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ নাহিদ পারভেজ, এসআই (নিঃ) মোঃ সোহেল রানা, এএসআই(নিঃ) রাসেল ইয়ার খান, এটিএসআই কবিরুল হাসান, কং শাহজাহান, কং আনিছুর রহমান, কং আরিফ এবং নারী কং ইয়াসমিন আক্তার থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটি পরিচালনাকালে রাত পৌনে বারোটায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানাধীন মাসকান্দা ফিসারী এলাকায় ময়মনসিংহ টু ঢাকা আঞ্চলিক মহাসড়কে চেকপোষ্ট ডিউটি করাকালে ৩ জন মোটরসাইকেল আরোহী পুলিশের চেকপোষ্ট দেখিয়া মোটরসাইকেল রাস্তায় ফেলিয়া মাসকান্দা মৎস বীজ উৎপাদন কেন্দ্রের ওয়াল টপকাইয়া ভিতরে ঢুকে যায়। তখন আভিযানিক দলের সন্দেহ হলে মাসকান্দা মৎস বীজ উৎপাদন কেন্দ্রে ঢুকে তাহাদের অবস্থান নির্ণয় কালে, মৎস বীজ উৎপাদন কেন্দ্রের পূর্ব দক্ষিনে স্টাফদের থাকার রুম হইতে ৪ জন ব্যক্তিকে দৌড়াইয়া পালাইয়া যাইতে দেখা যায়। তখন পার্শ্ববর্তী রুমের অস্থায়ী গার্ড হৃদয় এর স্ত্রী ফারজানা শান্তাা (২২) কে ধৃত করে পুলিশ।


পুলিশের জিজ্ঞাসাবাদে ফারজানা শান্তা (২২) স্বীকার করে যে, তাহার স্বামী হৃদয়, তন্ময় সহ আরোও অজ্ঞাতনামা ১/২ জন মিলে স্টাফদের রুমে ঢুকেছিল। তখন ধৃত ফারজানা শান্তা (২২) কে সাথে নিয়ে স্টাফদের থাকার রুম এবং তার নিজের রুমে পুলিশ তল্লাসী করে একটি নাইন এম এম বিদেশী পিস্তল, একটি বিদেশী পুরাতন পিস্তল এবং একটি এয়ারগান, একটি টেলিস্কোপ, একটি সামুরাই, একটি স্টালের সুইচ গিয়ার ৬ টি চাকু, ২ টি  চাইনিজ কুড়াল, ২টি চাপাতি ১০টি রামদা, ১টি বড় ছুরি যা বাটসহ লম্বায় ২৯ ইঞ্চি, একটি ডেগার, ৩ টি দেশীয় তৈরী চাইনিজ কুড়াল ও বিপুল পরিমান ভারতীয় মদসহ বিভিন্ন প্রকার মাদক জব্দ করেন।
ধৃত ফারজানা শান্তা (২২) জিজ্ঞাসাবাদে আরো জানায় তার স্বামী পলাতক মোঃ হৃদয় মিয়া (২৪) এবং পলাতক মোঃ তন্ময় (২৫) অজ্ঞাতনামা ১/২ জন আসামীদের নিয়া মৎস খামারে চাকুরীর পাশাপাশি অস্ত্র ক্রয় বিক্রয় সহ নেশাজাতীয় মাদক দ্রব্য ক্রয় বিক্রয় করে থাকে।

The post ময়মনসিংহে পুলিশের অভিযানে ৩টি আগ্নেয়াসহ বিপুল পরিমান মাদক উদ্ধারঃ গ্রেফতার ১ appeared first on দৈনিক ময়মনসিংহের খবর.

Tag :

দেশের বর্তমান সমস্যার সমাধানে দ্রুত নির্বাচন প্রয়োজন: আমীর খসরু

ময়মনসিংহে পুলিশের অভিযানে ৩টি আগ্নেয়াসহ বিপুল পরিমান মাদক উদ্ধারঃ গ্রেফতার ১

Update Time : 02:06:40 am, Tuesday, 24 December 2024

 ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা এলাকার ৩ নং পুলিশ ফাড়ির ইনচার্জ সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, বহু সংখক দেশীয় অস্ত্র ও বিপুল পরিমান মাদকসহ ১ জনকে গ্রেফতার করেছেন। অভিযান চলা সময়ে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইনলাম যোগ দেন। অবৈধ অস্র ও মাদক উদ্ধার সংক্রান্তে প্রেস ব্রিফিং করছেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ডা. মোঃ আশরাফুর রহমান ও ময়মনসিংহ জেলার পুলিশ সুপার কাজী আখতার উল আলম।

পুলিশ জানায়, ২২ ডিসেম্বর পুলিশ পরিদর্শক (নিঃ) মোহাম্মদ আনোয়ার হোসেন এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ নাহিদ পারভেজ, এসআই (নিঃ) মোঃ সোহেল রানা, এএসআই(নিঃ) রাসেল ইয়ার খান, এটিএসআই কবিরুল হাসান, কং শাহজাহান, কং আনিছুর রহমান, কং আরিফ এবং নারী কং ইয়াসমিন আক্তার থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটি পরিচালনাকালে রাত পৌনে বারোটায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানাধীন মাসকান্দা ফিসারী এলাকায় ময়মনসিংহ টু ঢাকা আঞ্চলিক মহাসড়কে চেকপোষ্ট ডিউটি করাকালে ৩ জন মোটরসাইকেল আরোহী পুলিশের চেকপোষ্ট দেখিয়া মোটরসাইকেল রাস্তায় ফেলিয়া মাসকান্দা মৎস বীজ উৎপাদন কেন্দ্রের ওয়াল টপকাইয়া ভিতরে ঢুকে যায়। তখন আভিযানিক দলের সন্দেহ হলে মাসকান্দা মৎস বীজ উৎপাদন কেন্দ্রে ঢুকে তাহাদের অবস্থান নির্ণয় কালে, মৎস বীজ উৎপাদন কেন্দ্রের পূর্ব দক্ষিনে স্টাফদের থাকার রুম হইতে ৪ জন ব্যক্তিকে দৌড়াইয়া পালাইয়া যাইতে দেখা যায়। তখন পার্শ্ববর্তী রুমের অস্থায়ী গার্ড হৃদয় এর স্ত্রী ফারজানা শান্তাা (২২) কে ধৃত করে পুলিশ।


পুলিশের জিজ্ঞাসাবাদে ফারজানা শান্তা (২২) স্বীকার করে যে, তাহার স্বামী হৃদয়, তন্ময় সহ আরোও অজ্ঞাতনামা ১/২ জন মিলে স্টাফদের রুমে ঢুকেছিল। তখন ধৃত ফারজানা শান্তা (২২) কে সাথে নিয়ে স্টাফদের থাকার রুম এবং তার নিজের রুমে পুলিশ তল্লাসী করে একটি নাইন এম এম বিদেশী পিস্তল, একটি বিদেশী পুরাতন পিস্তল এবং একটি এয়ারগান, একটি টেলিস্কোপ, একটি সামুরাই, একটি স্টালের সুইচ গিয়ার ৬ টি চাকু, ২ টি  চাইনিজ কুড়াল, ২টি চাপাতি ১০টি রামদা, ১টি বড় ছুরি যা বাটসহ লম্বায় ২৯ ইঞ্চি, একটি ডেগার, ৩ টি দেশীয় তৈরী চাইনিজ কুড়াল ও বিপুল পরিমান ভারতীয় মদসহ বিভিন্ন প্রকার মাদক জব্দ করেন।
ধৃত ফারজানা শান্তা (২২) জিজ্ঞাসাবাদে আরো জানায় তার স্বামী পলাতক মোঃ হৃদয় মিয়া (২৪) এবং পলাতক মোঃ তন্ময় (২৫) অজ্ঞাতনামা ১/২ জন আসামীদের নিয়া মৎস খামারে চাকুরীর পাশাপাশি অস্ত্র ক্রয় বিক্রয় সহ নেশাজাতীয় মাদক দ্রব্য ক্রয় বিক্রয় করে থাকে।

The post ময়মনসিংহে পুলিশের অভিযানে ৩টি আগ্নেয়াসহ বিপুল পরিমান মাদক উদ্ধারঃ গ্রেফতার ১ appeared first on দৈনিক ময়মনসিংহের খবর.