অনলাইন নিউজ ডেস্ক:
নৈতিক স্খলন, দুর্নীতি, মাদক সংশ্লিষ্টতা, নির্যাতনসহ নানা অপরাধে জড়িত থাকায় গত দুই বছরে ৪১২ জন পুলিশ সদস্যকে শাস্তি দিয়েছে বরিশাল জেলা ও মেট্রোপলিটন পুলিশ। দণ্ডপ্রাপ্তদের মধ্যে ১৭৩ জন মেট্রোপলিটন পুলিশের সদস্য এবং ২৩৯ জন জেলা পুলিশের সদস্য।
পরিবর্তিত প্রেক্ষাপটে সদস্যদের শৃঙ্খলাবোধ বাড়াতে আরও সতর্ক বাহিনীর কর্মকর্তারা। তারা বলছেন, এখন আর নিয়ম ভেঙে কারও পার পাওয়ার সুযোগ নেই।
বরিশালের নতুন পুলিশ সুপার (এসপি) মো. শরীফ উদ্দীন বলছেন, অপরাধ করলে বিধি-বিধান অনুযায়ী শাস্তি দেওয়া হচ্ছে। এতে নিশ্চিত হচ্ছে বাহিনীর সদস্যদের জবাবদিহি-শৃঙ্খলা। শাস্তি এক সদস্য পেলে সবার ভিতরেই এই ভয় থাকে যে আমি করলেও তো শাস্তি পেতে হবে।
কর্মকর্তারা বলছেন, পুলিশে এখন নিয়ম ভেঙে পার পাওয়ার সুযোগ নেই। পরিবর্তিত প্রেক্ষাপটে পুলিশকে ঢেলে সাজাতে বিভাগীয় শাস্তির বিধান কার্যকর পদক্ষেপ।
বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, ‘প্রাথমিক তদন্তে যদি অপরাধ প্রমাণিত হয় বা সেগুলো প্রমাণের সম্ভবনা থাকে তাহলে বিভাগীয় মামলা হয়। বিভাগীয় মামলায় যদি তিনি মিথ্যা প্রমাণিত হন তাহলে তিনি খালাস পাবেন। আর যদি অপরাধ প্রমাণিত হয় তবে, কোনো না কোনো ধরণের গুরুদণ্ড তাকে পেতে হয়।’
বরিশালে শাস্তিপ্রাপ্ত পুলিশ সদস্যদের মধ্যে ১৯৩ জন সাব-ইন্সপেক্টর, কনস্টেবল ১০১ জন।
The post বরিশাল রেঞ্জ এবং বিএমপি’তে দুই বছরে ৪১২ পুলিশ সদস্যকে শাস্তি appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.