12:27 am, Thursday, 26 December 2024

হৃদয়ে যে অসুখ জমে

চিকিৎসাশাস্ত্রের গবেষণাপত্রে এমন কোনো মেডিসিন নেই অসুখ ভালো হওয়ার,
প্রেসক্রিপশন–জুড়ে শুধু তোমাকে দেখার আবদার।
তোমাকে একবার দেখতে পেলে
ধুয়েমুছে শেষ হয়ে যায় সব অসুখ,
শরীরের সীমাহীন উত্তাপও সহসা সেরে যায় তোমার স্পর্শে।
তোমাকে দেখার এ অসুখ লেগে থাকুক শত বৎসর, শত জনম
রয়ে থেকো তুমিও পাশে
যেমনভাবে রয়ে থাকে ছায়া।

Tag :

হৃদয়ে যে অসুখ জমে

Update Time : 12:06:31 am, Wednesday, 25 December 2024

চিকিৎসাশাস্ত্রের গবেষণাপত্রে এমন কোনো মেডিসিন নেই অসুখ ভালো হওয়ার,
প্রেসক্রিপশন–জুড়ে শুধু তোমাকে দেখার আবদার।
তোমাকে একবার দেখতে পেলে
ধুয়েমুছে শেষ হয়ে যায় সব অসুখ,
শরীরের সীমাহীন উত্তাপও সহসা সেরে যায় তোমার স্পর্শে।
তোমাকে দেখার এ অসুখ লেগে থাকুক শত বৎসর, শত জনম
রয়ে থেকো তুমিও পাশে
যেমনভাবে রয়ে থাকে ছায়া।