জীবনে প্রথম যে সংবাপত্রের সঙ্গে পরিচিত হই, সেটি দৈনিক ইত্তেফাক। চলনবিল অঞ্চলের প্রাচীন ও ঐতিহ্যবাহী বিদ্যাপীঠের নাম ‘চাঁচকৈড় নাজিমুদ্দিন হাইস্কুল’। ব্রিটিশ বাংলায় স্থাপিত সেই লব্ধপ্রতিষ্ঠ স্কুলে বহুকাল থেকে ডাকযোগে দুই কপি দৈনিক ইত্তেফাক পত্রিকা আসত। সাম্প্রতিককালের মতো সেসময় সমাযোজন সুবিধা না থাকায় পত্রিকাটি প্রকাশের পরদিন পাওয়া যেত। সত্তর দশকের শেষের দিকে ক্লাস সেভেনে থাকাকালে… বিস্তারিত