নেদারল্যান্ডসের আমস্টারডাম শহরের একটি আদালত ইসরায়েলি ফুটবল ক্লাব মাকাবি তেল আবিব সমর্থকদের ওপর হামলার ঘটনায় পাঁচজনকে দোষী সাব্যস্ত করে তাদের সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড দিয়েছে।
আমস্টারডামে গত ৭ নভেম্বর ইউরোপা লিগের একটি ম্যাচ চলাকালে মাকাবি তেল আবিবের পাঁচজন সমর্থক হামলায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। হামলার আগে মাকাবি সমর্থকরা আরব-বিরোধী স্লোগান দেন, একটি ট্যাক্সি ভাঙচুর করেন এবং একটি… বিস্তারিত