কুষ্টিয়ার পদ্মা নদীর মোহনায় মাছ ধরছিলেন সাতজন জেলে। জাল টেনে তোলার সময় হঠাৎ অস্বাভাবিক ভার ঠেকে হাতে। বড় মাছ ধরা পড়েছে এই ভেবে সবার মুখে দেখা দেয় তৃপ্তির হাসি। তবে মুহূর্তেই সেই হাসি রূপ নেয় আতঙ্কে। কারণ মাছ নয়, ওই জালে উঠে আসে বিশাল আকৃতির কুমির।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল ১০টায় মিরপুর উপজেলার চারুলিয়া এলাকা সংলগ্ন পদ্মা নদীতে এ ঘটনা ঘটে। মাছের জালে কুমির ধরা পড়ার খবর ছড়িয়ে পড়তেই অন্যান্য… বিস্তারিত