গত ২২ ডিসেম্বর ২০২৪ ইং ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা ওসি মো: ওফিকুল ইসলামের নির্দেশে ৩ নং পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোঃ আনোয়ার হোসেনের নেতৃত্বে ফাঁড়ির এস আই নাহিদ পারভেজ , এস আই সোহেল রানা, এ এস আই রাসেল ইয়ার খান, এ টি এস আই কবিরুল হাসান,কনস্টেবল শাহাজাহান , আনিছুর রহমান আরিফ , এবং ইয়াসমিন আক্তার ,রাত পৌনে ১ টায় নগরীর মাসকান্দা ফিসারী এলাকায় মৎস্য বীজ উৎপাদন কেন্দ্রে জীবন বাজী সাঁড়াশি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধার সহ একজন আসামি গ্রেফতার সফলতা অর্জন করায় গত ২৪ ডিসেম্বর ২০২৪ ইং ময়মনসিংহ জেলা পুলিশের আয়োজনে শহীদ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সুপার মুন্সি কবির উদ্দিন আহমেদ মাল্টি পারপাস শেডে ( কল্যান শেড) বিশেষ কল্যান সভায় ময়মনসিংহের সুযোগ্য জেলা পুলিশ সুপার আখতার উল আলম জেলা পুলিশের অন্যান্য উর্ধতন পুলিশ কর্মকর্তা উপস্থিতিতে কোতোয়ালী মডেল থানার ওসি মোঃ সফিকুল ইসলাম খান এবং ৩ নং পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোঃ আনোয়ার হোসেন, এস আই নাহিদ পারভেজ , এস আই সোহেল রানা, এ এস আই রাসেল ইয়ার খান, এ টি এস আই কবিরুল হাসান সহ অভিযানিক টিমের সকলকে সফলতার স্বীকৃতি আনুষ্ঠানিক পুরস্কার প্রদান করে পুলিশি সেবায় দায়িত্ব পালনে আরও উৎসাহিত করে তোলেন
The post বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধারে প্রশংসিত হলেন কোতোয়ালি থানা ও ৩ নং ফাড়ি ইনচার্জ appeared first on দৈনিক ময়মনসিংহের খবর.