5:37 am, Friday, 27 December 2024

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণ করে জার্সি তৈরি করল চিটাগং কিংস

আগামী ৩০ ডিসেম্বর মাঠে গড়াবে বিপিএলের ১১তম আসর। মিউজিক ফেস্ট দিয়ে ইতোমধ্যে আনুষ্ঠানিকতা শুরু হয়েছে টুর্নামেন্টের। তবে মাঠের লড়াইয়ে পাঁচ দিন আগে জার্সি উন্মোচন করেছে চিটাগং কিংস। যেখানে স্মরণ করা হয়েছে গত জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের। বুধবার (২৫ ডিসেম্বর) এক বিবৃতি দিয়ে নিজেদের জার্সি উন্মোচন করেছে চিটাগং কিংস।

বিবৃতিতে বলা হয়েছে, গত ৫ আগস্ট, নতুন বাংলাদেশের সূর্যোদয়। জনগণ আর ছাত্রসমাজের মিলিত কণ্ঠে পতন ঘটে ফ্যাসিবাদের। চট্টগ্রাম ছিল এই বিপ্লবের অন্যতম অগ্নিকেন্দ্র। মুক্তির শপথে গর্জে ওঠা জনতার ঢল বুকে পেতে নেয় বুলেট, ভেঙে ফেলে ফ্যাসিবাদের সব ব্যারিকেড। ওয়াসিম-হৃদয় তরুয়ার আত্মত্যাগে আলোকিত হয় নতুন বাংলাদেশের স্বপ্ন।

‘তাদের রক্তে রঞ্জিত মাটি সাক্ষী নতুন সূর্যোদয়ের। নতুন বাংলাদেশের চট্টগ্রামের এই গৌরবময় অধ্যায়কে স্মরণীয় করে রাখতে চায় চিটাগং কিংস। বিপিএলে চট্টগ্রামের প্রতিনিধিত্বকারীদের জার্সিতে তাই এবার অঙ্কিত থাকবে বিজয়ের অমর গাঁথা। ঐক্যের মন্ত্রে গাঁথা নতুন বাংলাদেশের অভ্যুদয়ের গল্প বলবে এই জার্সি।’
বিপিএলের ১১তম আসর দিয়ে দীর্ঘ নয় বছর পর টুর্নামেন্টে ফিরেছে চিটাগং কিংস। এ ছাড়াও দুর্দান্ত একটি দল তৈরি করেছেন দলটির মালিক সামির কাদির চৌধুরী। কোচ হিসেবে নিয়োগ দিয়েছে অজি কিংবদন্তি শন টেইট।

চিটাগং কিংসের স্কোয়াড: সাকিব আল হাসান, শরিফুল ইসলাম, মঈন আলী, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, অ্যাঞ্জেলো ম্যাথিউস, উসমান খান , হায়দার আলী , বিনুরা ফার্নান্দো, শামীম হোসেন, পারভেজ হোসেন, খালেদ আহমেদ, আলিস আল ইসলাম, মোহাম্মদ মিঠুন, নাঈম ইসলাম, মারুফ মৃধা, রাহাতুল ফেরদৌস, শেখ পারভেজ, মার্শাল আইয়ুব, গ্রাহাম ক্লার্ক ও থমাস ও’কনেল।

The post জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণ করে জার্সি তৈরি করল চিটাগং কিংস appeared first on Bangladesher Khela.

Tag :

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণ করে জার্সি তৈরি করল চিটাগং কিংস

Update Time : 07:07:18 pm, Wednesday, 25 December 2024

আগামী ৩০ ডিসেম্বর মাঠে গড়াবে বিপিএলের ১১তম আসর। মিউজিক ফেস্ট দিয়ে ইতোমধ্যে আনুষ্ঠানিকতা শুরু হয়েছে টুর্নামেন্টের। তবে মাঠের লড়াইয়ে পাঁচ দিন আগে জার্সি উন্মোচন করেছে চিটাগং কিংস। যেখানে স্মরণ করা হয়েছে গত জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের। বুধবার (২৫ ডিসেম্বর) এক বিবৃতি দিয়ে নিজেদের জার্সি উন্মোচন করেছে চিটাগং কিংস।

বিবৃতিতে বলা হয়েছে, গত ৫ আগস্ট, নতুন বাংলাদেশের সূর্যোদয়। জনগণ আর ছাত্রসমাজের মিলিত কণ্ঠে পতন ঘটে ফ্যাসিবাদের। চট্টগ্রাম ছিল এই বিপ্লবের অন্যতম অগ্নিকেন্দ্র। মুক্তির শপথে গর্জে ওঠা জনতার ঢল বুকে পেতে নেয় বুলেট, ভেঙে ফেলে ফ্যাসিবাদের সব ব্যারিকেড। ওয়াসিম-হৃদয় তরুয়ার আত্মত্যাগে আলোকিত হয় নতুন বাংলাদেশের স্বপ্ন।

‘তাদের রক্তে রঞ্জিত মাটি সাক্ষী নতুন সূর্যোদয়ের। নতুন বাংলাদেশের চট্টগ্রামের এই গৌরবময় অধ্যায়কে স্মরণীয় করে রাখতে চায় চিটাগং কিংস। বিপিএলে চট্টগ্রামের প্রতিনিধিত্বকারীদের জার্সিতে তাই এবার অঙ্কিত থাকবে বিজয়ের অমর গাঁথা। ঐক্যের মন্ত্রে গাঁথা নতুন বাংলাদেশের অভ্যুদয়ের গল্প বলবে এই জার্সি।’
বিপিএলের ১১তম আসর দিয়ে দীর্ঘ নয় বছর পর টুর্নামেন্টে ফিরেছে চিটাগং কিংস। এ ছাড়াও দুর্দান্ত একটি দল তৈরি করেছেন দলটির মালিক সামির কাদির চৌধুরী। কোচ হিসেবে নিয়োগ দিয়েছে অজি কিংবদন্তি শন টেইট।

চিটাগং কিংসের স্কোয়াড: সাকিব আল হাসান, শরিফুল ইসলাম, মঈন আলী, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, অ্যাঞ্জেলো ম্যাথিউস, উসমান খান , হায়দার আলী , বিনুরা ফার্নান্দো, শামীম হোসেন, পারভেজ হোসেন, খালেদ আহমেদ, আলিস আল ইসলাম, মোহাম্মদ মিঠুন, নাঈম ইসলাম, মারুফ মৃধা, রাহাতুল ফেরদৌস, শেখ পারভেজ, মার্শাল আইয়ুব, গ্রাহাম ক্লার্ক ও থমাস ও’কনেল।

The post জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণ করে জার্সি তৈরি করল চিটাগং কিংস appeared first on Bangladesher Khela.