8:32 pm, Thursday, 26 December 2024

তেরখাদা স্বাস্থ্য কমপ্লেক্সে বন্ধ অ্যাম্বুলেন্স সেবা, বিপাকে রোগীরা

প্রায় ২৫ দিন ধরে বন্ধ তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি অ্যাম্বুলেন্স। সেবা না পেয়ে উপজেলার মানুষের ভরসা এখন বেসরকারি অ্যাম্বুলেন্স, মাইক্রোবাস অথবা ভ্যান ও ইজিবাইক। ফলে বাড়তি ভাড়াসহ চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে রোগী ও স্বজনরা।

জানা গেছে, উপজেলায় প্রায় দুই লক্ষাধিক মানুষের চিকিৎসার একমাত্র ভরসাস্থল ৫০ শয্যাবিশিষ্ট তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

সরেজমিনে দেখা যায়, স্বাস্থ্য কমপ্লেক্সের সামনেই আ্যাম্বুলেন্সটি রেখে দেওয়া হয়েছে। উপজেলা সদরের বাসিন্দা মাসুদ রানা বলেন, সরকারি অ্যাম্বুলেন্স না পেয়ে ভাড়া করা অ্যাম্বুলেন্সে রোগীকে খুলনায় নিয়ে গেছি। এতে সরকারি অ্যাম্বুলেন্সের চেয়ে টাকা ভাড়া বেশি লেগেছে।
হাসপাতালের সরকারি অ্যাম্বুলেন্স চলাচল এতদিন বন্ধ থাকবে এমনটা মেনে নেওয়া যায় না।

অ্যাম্বুলেন্স চালক আব্দুল কুদ্দুস বলেন, টায়ারের সমস্যার কারণে গত মাসের ১ তারিখে থেকে আ্যাম্বুলেন্স সেবা বন্ধ রয়েছে। দুই-একদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে।

স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা ডঃ অনিক কুন্ডু খুলনা গেজেট কে বলেন, টায়ারের সমস্যার কারণে আ্যাম্বুলেন্সটি বিকল হয়ে গেছে। দ্রুত অ্যাম্বুলেন্সটি সচল করতে কাজ চলছে।

খুলনা গেজেট/ টিএ

The post তেরখাদা স্বাস্থ্য কমপ্লেক্সে বন্ধ অ্যাম্বুলেন্স সেবা, বিপাকে রোগীরা appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.

Tag :

তেরখাদা স্বাস্থ্য কমপ্লেক্সে বন্ধ অ্যাম্বুলেন্স সেবা, বিপাকে রোগীরা

Update Time : 08:07:25 pm, Wednesday, 25 December 2024

প্রায় ২৫ দিন ধরে বন্ধ তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি অ্যাম্বুলেন্স। সেবা না পেয়ে উপজেলার মানুষের ভরসা এখন বেসরকারি অ্যাম্বুলেন্স, মাইক্রোবাস অথবা ভ্যান ও ইজিবাইক। ফলে বাড়তি ভাড়াসহ চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে রোগী ও স্বজনরা।

জানা গেছে, উপজেলায় প্রায় দুই লক্ষাধিক মানুষের চিকিৎসার একমাত্র ভরসাস্থল ৫০ শয্যাবিশিষ্ট তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

সরেজমিনে দেখা যায়, স্বাস্থ্য কমপ্লেক্সের সামনেই আ্যাম্বুলেন্সটি রেখে দেওয়া হয়েছে। উপজেলা সদরের বাসিন্দা মাসুদ রানা বলেন, সরকারি অ্যাম্বুলেন্স না পেয়ে ভাড়া করা অ্যাম্বুলেন্সে রোগীকে খুলনায় নিয়ে গেছি। এতে সরকারি অ্যাম্বুলেন্সের চেয়ে টাকা ভাড়া বেশি লেগেছে।
হাসপাতালের সরকারি অ্যাম্বুলেন্স চলাচল এতদিন বন্ধ থাকবে এমনটা মেনে নেওয়া যায় না।

অ্যাম্বুলেন্স চালক আব্দুল কুদ্দুস বলেন, টায়ারের সমস্যার কারণে গত মাসের ১ তারিখে থেকে আ্যাম্বুলেন্স সেবা বন্ধ রয়েছে। দুই-একদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে।

স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা ডঃ অনিক কুন্ডু খুলনা গেজেট কে বলেন, টায়ারের সমস্যার কারণে আ্যাম্বুলেন্সটি বিকল হয়ে গেছে। দ্রুত অ্যাম্বুলেন্সটি সচল করতে কাজ চলছে।

খুলনা গেজেট/ টিএ

The post তেরখাদা স্বাস্থ্য কমপ্লেক্সে বন্ধ অ্যাম্বুলেন্স সেবা, বিপাকে রোগীরা appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.