11:29 pm, Sunday, 29 December 2024

জনতার হাতে আটক কাগজপত্র অধিদপ্তরে ফিরিয়ে নিলেন কর্মকর্তা

নগর প্রতিনিধি:

বরিশাল শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের দুই ট্রাক পুরাতন কাগজপত্র ও ফা‌র্নিচার আটকে দিয়েছে  জনতা।  

প্রয়োজনীয় গোপন নথিপত্র সরিয়ে ফেলতে পারে এমন সন্দেহে কাগজপত্রসহ ওই ট্রাক দুটি আটক করে এলাকাবাসী। পরে তারা থানা পুলিশ ও সংশ্লিষ্ট দপ্তরের লোকজনকে খবর দিলে তারা ঘটনাস্থলে উপস্থিত হন। 

শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের কাগাশুরা গ্রামে এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানিয়েছে, বুধবার (২৫ ডিসেম্বর) দিনগত রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ের সাত নম্বর ভবনে আগুন লাগে। ছয় ঘণ্টা পর আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এতে অনেক গুরুত্বপূর্ণ নথি পুড়ে গেছে। আজ যখন দুই ট্রাক বোঝাই পুরাতন নথি এই এলাকা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল তখনই সবার মনে সন্দেহ হয়। বাজারের মধ্য দিয়ে এতো কাগজ এর আগে কখনো নদীর পাড়ে নিতে দেখেনি কেউ। ট্রাক আটক করার পর গাড়ির চালক এগুলো সরকারি নথি এবং পোড়ানো হবে জানালে জনতা পুলিশে খবর দেয়। 

কাগাশুরা গ্রামের বা‌সিন্দা আব্দুর রহমান বলেন, শুক্রবার সন্ধ্যায় দুটি ট্রাক ভর্তি কাগজপত্র নিয়ে আমাদের গ্রামে ঢুকলে তাদের ট্রাকে কি আছে জানতে চাইলে কোনো সদুত্তর না দিতে পারায় সন্দেহ হয়। এরপর ট্রাক দুটিকে গ্রামবাসী আটক করে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কাউনিয়া থানার দুটি টিম।  

তিনি বলেন, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের খবর দেওয়া হয়েছে। তারা এলে বিস্তারিত জানা যাবে। 

ট্রাকচালক জানান, তারা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর থেকে এসব নথি নিয়ে এসেছেন। ওই দপ্তরের লোকজনই তাদের ট্রাকে মালামাল উঠিয়ে দিয়েছে। 

এদিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বরিশাল শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম বলেন, প্রায় এক যুগের পুরাতন কাগজপত্র পুড়িয়ে ফেলতে দুটি ট্রাকে করে ময়লাখোলা নিয়ে যাওয়ার কথা ছিল। তবে ভুল করে ড্রাইভার কাগাশুরা গ্রামে ঢুকে যায়। তখন গ্রামবাসীর সন্দেহ হলে তারা ট্রাক দু’টিকে আটক করে। 

সরকারি কাগজপত্র বা নথিপত্র পুড়িয়ে ফেলার নিয়ম পালন করা হয়েছে কিনা এমন প্রশ্ন করলে তার কোনো সঠিক জবাব দিতে পারেননি তিনি। তিনি আরও বলেন, আমি মৌখিকভাবে তাদের পুড়িয়ে ফেলতে নির্দেশ দিয়েছি। ট্রাকে আমাদের অফিসের সহকারী প্রকৌশলী আফজাল ও ইউসুফ উপস্থিত ছিলেন। পরে ঘটনাস্থলে উপস্থিত লোকজনের সামনে লিখিত দিয়ে ট্রাক দুটি নিয়ে যায় শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম। 

এ বিষয়ে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম বলেন, সদর উপজেলার কাগাশুরা গ্রামে দুটি ট্রাক ভর্তি কাগজপত্র আটক করেছে জনগণ। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সবার উপস্থিতিতে শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের কর্মকর্তারা লিখিত দিয়ে কাগজপত্র বুঝে নিয়েছেন।  

The post জনতার হাতে আটক কাগজপত্র অধিদপ্তরে ফিরিয়ে নিলেন কর্মকর্তা appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.

Tag :

জনতার হাতে আটক কাগজপত্র অধিদপ্তরে ফিরিয়ে নিলেন কর্মকর্তা

Update Time : 03:07:40 pm, Saturday, 28 December 2024

নগর প্রতিনিধি:

বরিশাল শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের দুই ট্রাক পুরাতন কাগজপত্র ও ফা‌র্নিচার আটকে দিয়েছে  জনতা।  

প্রয়োজনীয় গোপন নথিপত্র সরিয়ে ফেলতে পারে এমন সন্দেহে কাগজপত্রসহ ওই ট্রাক দুটি আটক করে এলাকাবাসী। পরে তারা থানা পুলিশ ও সংশ্লিষ্ট দপ্তরের লোকজনকে খবর দিলে তারা ঘটনাস্থলে উপস্থিত হন। 

শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের কাগাশুরা গ্রামে এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানিয়েছে, বুধবার (২৫ ডিসেম্বর) দিনগত রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ের সাত নম্বর ভবনে আগুন লাগে। ছয় ঘণ্টা পর আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এতে অনেক গুরুত্বপূর্ণ নথি পুড়ে গেছে। আজ যখন দুই ট্রাক বোঝাই পুরাতন নথি এই এলাকা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল তখনই সবার মনে সন্দেহ হয়। বাজারের মধ্য দিয়ে এতো কাগজ এর আগে কখনো নদীর পাড়ে নিতে দেখেনি কেউ। ট্রাক আটক করার পর গাড়ির চালক এগুলো সরকারি নথি এবং পোড়ানো হবে জানালে জনতা পুলিশে খবর দেয়। 

কাগাশুরা গ্রামের বা‌সিন্দা আব্দুর রহমান বলেন, শুক্রবার সন্ধ্যায় দুটি ট্রাক ভর্তি কাগজপত্র নিয়ে আমাদের গ্রামে ঢুকলে তাদের ট্রাকে কি আছে জানতে চাইলে কোনো সদুত্তর না দিতে পারায় সন্দেহ হয়। এরপর ট্রাক দুটিকে গ্রামবাসী আটক করে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কাউনিয়া থানার দুটি টিম।  

তিনি বলেন, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের খবর দেওয়া হয়েছে। তারা এলে বিস্তারিত জানা যাবে। 

ট্রাকচালক জানান, তারা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর থেকে এসব নথি নিয়ে এসেছেন। ওই দপ্তরের লোকজনই তাদের ট্রাকে মালামাল উঠিয়ে দিয়েছে। 

এদিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বরিশাল শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম বলেন, প্রায় এক যুগের পুরাতন কাগজপত্র পুড়িয়ে ফেলতে দুটি ট্রাকে করে ময়লাখোলা নিয়ে যাওয়ার কথা ছিল। তবে ভুল করে ড্রাইভার কাগাশুরা গ্রামে ঢুকে যায়। তখন গ্রামবাসীর সন্দেহ হলে তারা ট্রাক দু’টিকে আটক করে। 

সরকারি কাগজপত্র বা নথিপত্র পুড়িয়ে ফেলার নিয়ম পালন করা হয়েছে কিনা এমন প্রশ্ন করলে তার কোনো সঠিক জবাব দিতে পারেননি তিনি। তিনি আরও বলেন, আমি মৌখিকভাবে তাদের পুড়িয়ে ফেলতে নির্দেশ দিয়েছি। ট্রাকে আমাদের অফিসের সহকারী প্রকৌশলী আফজাল ও ইউসুফ উপস্থিত ছিলেন। পরে ঘটনাস্থলে উপস্থিত লোকজনের সামনে লিখিত দিয়ে ট্রাক দুটি নিয়ে যায় শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম। 

এ বিষয়ে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম বলেন, সদর উপজেলার কাগাশুরা গ্রামে দুটি ট্রাক ভর্তি কাগজপত্র আটক করেছে জনগণ। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সবার উপস্থিতিতে শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের কর্মকর্তারা লিখিত দিয়ে কাগজপত্র বুঝে নিয়েছেন।  

The post জনতার হাতে আটক কাগজপত্র অধিদপ্তরে ফিরিয়ে নিলেন কর্মকর্তা appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.