দৌলতখান ((ভোলা) প্রতিনিধি:
ভোলার দৌলতখানে চাষের জমি নিয়ে ট্রাক্টর মালিক কামাল গং ও আওলাদ গংদের মধ্যে এক রক্ষক্ষয়ী সংঘর্ষে অন্তত ২৮ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার বিকাল ৪ টায় উপজেলার চরপাতা ইউনিয়নের বেড়িবাঁধের বাইরে কাজিরহাট সংলগ্ন মাছঘাট চরে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে দৌলতখান হাসপাতালে রায়হান (২৬), রিফাত (২২), সিয়াম (২০) ও কামাল ব্যাপারী (৫০) এবং ভোলা সদর হাসপাতালে কুলসুম (৩৫), সামসুন নাহার (৪৫) ও সাদ্দাম (১৬) চিকিৎসাধীন আছেন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছে।
আজ শুক্রবার হাসপাতালে ট্রাক্টর মালিক কামাল জানান, দীর্ঘদিন ধরে ট্রাক্টর দিয়ে কৃষকদের জমি অর্থের বিনিময় চাষ করে আসছেন তিনি। ঘটনার দিন চরের জমি চাষ করতে গেলে প্রতিপক্ষ আওলাদের নেতৃত্বে কুলসুম,সামসুন নাহার,সাদ্দাম,রবিউল,ফরমুজল হকসহ শতাধিক লোকজন দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর অর্তকিত হামলা চালায়।
কামাল আরও জানান, হামলাকারীরা প্রথমে মরিচের গুড়ি ছিটিয়ে, বোমান বিষ্ফোরণ করে এবং গুলি চালিয়ে ও এলোপাথাড়ি মারধর করে তাদের ১৫ জন লোক আহত করে। এদের মধ্যে রায়হান, রিফাত, সিয়াম ও কামাল ব্যাপারী দৌলতখান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এদিকে সরেজমিনে গেলে আওলাদ মাঝিকে পাওয়া যায়নি। তবে তার ভাই ফরমুল জানান, ওই চরে তারা ৪০ বছল ধরে ট্রাক্টর দিয়ে কৃষি জমি চাষ করে আসছে। ঘটনার দিন তারা চরে ট্রাক্টর দিয়ে জমির চাষ দিচ্ছিলো। এসময় কামলা ও আজাদের নেতৃত্বে রায়হান, রিফাত, সিয়াম, দুলাল সহ শতাধিক লোকজন লাঠিসোটা নিয়ে তাদের ওপর হামলা করে। শুধু হামলা করে ক্ষ্যান্ত হননি তারা তাদের ট্রাক্টরও ভাংচুর করে। প্রতিপক্ষ কামাল গংদের হামলায় কুলসুম, সামসুন নাহার ও সাদ্দাম সহ ১৩ জন আহত হয়। আহতদের মধ্যে কুলসুম, সামসুন নাহার ও সাদ্দাম ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
গুলি বিনিময় ও বোমা বিষ্ফোরণ করার বিষয়ে জানতে চাইলে আওলাদের ভাই ফরমুজল জানান, এগুলো ভিত্তিহীন ও বানোয়াট কথা।
স্থানীয়রা জানান, মারামারির ঘটনাটি অত্যন্ত দু:খজনক। এটার একটা সঠিক বিচার হওয়া দরকার।
দৌলতখান থানার ওসি জিল্লুর রহমান, এ ঘটনায় উভয়পক্ষ থানায় অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি তদন্ত চলমান রয়েছে।
The post দৌলতখানে চাষের জমি নিয়ে সং*ঘ*র্ষে নারীসহ আ*হ*ত ২৮ appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.