4:49 pm, Tuesday, 7 January 2025

বিপিএলে দ্বিতীয় সেঞ্চুরি করে যা বললেন পাকিস্তানের উসমান

বিপিএলের একাদশ আসরে প্রথম সেঞ্চুরি এসেছে দুর্বার রাজশাহীর পাকিস্তানি ব্যাটার উসমান খানের ব্যাটে। এ নিয়ে ২০২৩ আসরের পর তিনি আবারও সেঞ্চুরির দেখা পেলেন। শুক্রবার (৩ জানুয়ারি) মিরপুরে চিটাগং কিংসের হয়ে দুর্বার রাজশাহীর বিপক্ষে ১১ চার ও ৫ ছক্কার মারে ৪৮ বলে শতরান পূর্ণ করেন উসমান। পরে ৬২ বলে ১২৩ রানে থেমেছে তার ইনিংস।

চলমান বিপিএল আসরের প্রথম সেঞ্চুরি তুলে নেওয়া উসমানকে আউট করেছেন রাজশাহীর পেসার তাসকিন আহমেদ। ম্যাচশেষে পুরস্কার বিতরণী মঞ্চে উসমান প্রতিক্রিয়ায় বলেন, ‘সবার আগে আল্লাহপাকের দরবারে শুকরিয়া জানাই। খুব উপভোগ করেছি। উইকেট ভালো ছিল। আমার ভাবনা ছিল লম্বা ইনিংস খেলব। সেভাবেই চেষ্টা করেছি।’

বাংলাদেশি এই পেসারকে দেখে খেলেই সফলতা পাওয়ার কথা জানিয়েছেন উসমান, ‘জুটিও ভালো ছিল। বিষয়টা এমন ছিল যে, তাসকিন আহমেদ ভালো বোলার, তাই ওর ওভারগুলো কাটিয়ে দিতে হবে। দুই ওভার ভালো করেছিল। এরপর যখন ব্যাটে-বলে লাগতে শুরু করল, লম্বা ইনিংস খেলার পরিকল্পনা করি। তাই আল্লাহ্‌র কাছে শুকরিয়া।’

বিপিএলে খেলার অভিজ্ঞতা প্রসঙ্গে এই উইকেটরক্ষক ব্যাটার বলেন, ‘অনেক বেশি মজা করছি আমরা (চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজি)। এর আগেও আমি খেলেছি বিপিএলে। এখানকার ম্যানেজমেন্ট খুব ভালো, তাই খুব উপভোগ করছি।’

প্রসঙ্গত, ২০২৩ বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খুলনা টাইগার্সের বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন উসমান খান। আজ চিটাগাং কিংসের হয়ে দুর্বার রাজশাহীর বিপক্ষে তিন অঙ্কের ম্যাজিক ফিগারের দেখা পেলেন। তার ব্যাটেই মূলত রাজশাহীর বিপক্ষে ২১৯ রানের বড় সংগ্রহ পায় চট্টগ্রাম। একপেশে ম্যাচটিতে দাঁড়াতেই পারেনি রাজশাহী। মাত্র ১১৪ রানে অলআউট হয়ে তারা হেরেছে ১০৫ রানের বড় ব্যবধানে।

খুলনা গেজেট/এএজে

The post বিপিএলে দ্বিতীয় সেঞ্চুরি করে যা বললেন পাকিস্তানের উসমান appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.

Tag :

বিপিএলে দ্বিতীয় সেঞ্চুরি করে যা বললেন পাকিস্তানের উসমান

Update Time : 11:08:34 pm, Friday, 3 January 2025

বিপিএলের একাদশ আসরে প্রথম সেঞ্চুরি এসেছে দুর্বার রাজশাহীর পাকিস্তানি ব্যাটার উসমান খানের ব্যাটে। এ নিয়ে ২০২৩ আসরের পর তিনি আবারও সেঞ্চুরির দেখা পেলেন। শুক্রবার (৩ জানুয়ারি) মিরপুরে চিটাগং কিংসের হয়ে দুর্বার রাজশাহীর বিপক্ষে ১১ চার ও ৫ ছক্কার মারে ৪৮ বলে শতরান পূর্ণ করেন উসমান। পরে ৬২ বলে ১২৩ রানে থেমেছে তার ইনিংস।

চলমান বিপিএল আসরের প্রথম সেঞ্চুরি তুলে নেওয়া উসমানকে আউট করেছেন রাজশাহীর পেসার তাসকিন আহমেদ। ম্যাচশেষে পুরস্কার বিতরণী মঞ্চে উসমান প্রতিক্রিয়ায় বলেন, ‘সবার আগে আল্লাহপাকের দরবারে শুকরিয়া জানাই। খুব উপভোগ করেছি। উইকেট ভালো ছিল। আমার ভাবনা ছিল লম্বা ইনিংস খেলব। সেভাবেই চেষ্টা করেছি।’

বাংলাদেশি এই পেসারকে দেখে খেলেই সফলতা পাওয়ার কথা জানিয়েছেন উসমান, ‘জুটিও ভালো ছিল। বিষয়টা এমন ছিল যে, তাসকিন আহমেদ ভালো বোলার, তাই ওর ওভারগুলো কাটিয়ে দিতে হবে। দুই ওভার ভালো করেছিল। এরপর যখন ব্যাটে-বলে লাগতে শুরু করল, লম্বা ইনিংস খেলার পরিকল্পনা করি। তাই আল্লাহ্‌র কাছে শুকরিয়া।’

বিপিএলে খেলার অভিজ্ঞতা প্রসঙ্গে এই উইকেটরক্ষক ব্যাটার বলেন, ‘অনেক বেশি মজা করছি আমরা (চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজি)। এর আগেও আমি খেলেছি বিপিএলে। এখানকার ম্যানেজমেন্ট খুব ভালো, তাই খুব উপভোগ করছি।’

প্রসঙ্গত, ২০২৩ বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খুলনা টাইগার্সের বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন উসমান খান। আজ চিটাগাং কিংসের হয়ে দুর্বার রাজশাহীর বিপক্ষে তিন অঙ্কের ম্যাজিক ফিগারের দেখা পেলেন। তার ব্যাটেই মূলত রাজশাহীর বিপক্ষে ২১৯ রানের বড় সংগ্রহ পায় চট্টগ্রাম। একপেশে ম্যাচটিতে দাঁড়াতেই পারেনি রাজশাহী। মাত্র ১১৪ রানে অলআউট হয়ে তারা হেরেছে ১০৫ রানের বড় ব্যবধানে।

খুলনা গেজেট/এএজে

The post বিপিএলে দ্বিতীয় সেঞ্চুরি করে যা বললেন পাকিস্তানের উসমান appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.