6:15 pm, Tuesday, 7 January 2025

ঘনকুয়াশায় অটোরিকশা নিয়ে বাড়ি ফেরা হলো না হবিবুরের

ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের বিরামপুরে পিকআপ ভ্যানের সাথে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে হবিবর রহমান নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। 
 বৃহস্পতিবার (২ জানুয়ারি) হাড়কাঁপানো শীতে ঘনকুয়াশার মাঝে ভাড়ায় চালিত অটোরিকশা নিয়ে প্রতিদিনের মত আজো বের হন হবিবুর রহমান (৪৫)।সে দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার খানপুর ইউনিয়নের খানপুর গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে। তার সংসারে জমজ দুই মেয়ে ও এক ছোট ছেলে সন্তান রয়েছে।জমজ মেয়ে সন্তানের মধ্যে এক মেয়ের বিয়ে দিয়েছেন।আর এক মেয়ে ও ছোট ছেলের পড়ালেখার পাশাপাশি সংসারে খরচ জোগাতে প্রতিদিন ভাড়ায় চালিত অটোরিকশা চালান।

কিন্তু প্রতিদিনের ন্যায় অটোরিকশা নিয়ে বাড়ি ফিরলেও আজ না ফেরার দেশে চলে গেলেন সড়ক দুর্ঘটনায়।বিরামপুর পৌরসভার মির্জাপুর এলাকায় রাত আনুমানিক ৯ ঘটিকায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুর উপজেলার মির্জাপুর এলাকায় ভাবীর হোটেলের সামনে এ দূর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, দিনাজপুর হতে ঘোড়াঘাটগামী একটি পিকআপ ভ্যান বিরামপুর পৌরসভার মির্জাপুর এলাকায় ভাবীর হোটেলের সামনে মির্জাপুর হতে বিরামপুর আসার পথে অটোরিকশা সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।ঘনকুয়াশার কারণে অটোরিকশা চালক হাবিবুর রহমান বিপরীত দিক থেকে আসা পিক-আপ ভ্যানটি দেখতে না পাওয়ায় এ দূর্ঘটনার শিকার হন বলে স্থানীয়রা জানান।সংঘর্ষের ঘটনায় অটোরিকশা চালক হাবিবুর রহমানের (৪৫)ঘটনাস্থলেই মৃত্যু হয়।এই দূর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় অটোরিকশার যাত্রী ইমরানকে (২৮) বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। ইমরান জানান বিরামপুরে আসার পথে দিনাজপুর হতে ঘোড়াঘাটগামী একটি পিকআপ ভ্যানের সাথে আমাদের অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ ওসি মমতাজুল হক এর সাথে মুঠোফোনে কথা বললে তিনি বলেন,সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত হয়েছে ও একজন গুরুতর আহত হয়েছে। এবিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Tag :

ঘনকুয়াশায় অটোরিকশা নিয়ে বাড়ি ফেরা হলো না হবিবুরের

Update Time : 12:31:00 am, Saturday, 4 January 2025
ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের বিরামপুরে পিকআপ ভ্যানের সাথে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে হবিবর রহমান নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। 
 বৃহস্পতিবার (২ জানুয়ারি) হাড়কাঁপানো শীতে ঘনকুয়াশার মাঝে ভাড়ায় চালিত অটোরিকশা নিয়ে প্রতিদিনের মত আজো বের হন হবিবুর রহমান (৪৫)।সে দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার খানপুর ইউনিয়নের খানপুর গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে। তার সংসারে জমজ দুই মেয়ে ও এক ছোট ছেলে সন্তান রয়েছে।জমজ মেয়ে সন্তানের মধ্যে এক মেয়ের বিয়ে দিয়েছেন।আর এক মেয়ে ও ছোট ছেলের পড়ালেখার পাশাপাশি সংসারে খরচ জোগাতে প্রতিদিন ভাড়ায় চালিত অটোরিকশা চালান।

কিন্তু প্রতিদিনের ন্যায় অটোরিকশা নিয়ে বাড়ি ফিরলেও আজ না ফেরার দেশে চলে গেলেন সড়ক দুর্ঘটনায়।বিরামপুর পৌরসভার মির্জাপুর এলাকায় রাত আনুমানিক ৯ ঘটিকায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুর উপজেলার মির্জাপুর এলাকায় ভাবীর হোটেলের সামনে এ দূর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, দিনাজপুর হতে ঘোড়াঘাটগামী একটি পিকআপ ভ্যান বিরামপুর পৌরসভার মির্জাপুর এলাকায় ভাবীর হোটেলের সামনে মির্জাপুর হতে বিরামপুর আসার পথে অটোরিকশা সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।ঘনকুয়াশার কারণে অটোরিকশা চালক হাবিবুর রহমান বিপরীত দিক থেকে আসা পিক-আপ ভ্যানটি দেখতে না পাওয়ায় এ দূর্ঘটনার শিকার হন বলে স্থানীয়রা জানান।সংঘর্ষের ঘটনায় অটোরিকশা চালক হাবিবুর রহমানের (৪৫)ঘটনাস্থলেই মৃত্যু হয়।এই দূর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় অটোরিকশার যাত্রী ইমরানকে (২৮) বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। ইমরান জানান বিরামপুরে আসার পথে দিনাজপুর হতে ঘোড়াঘাটগামী একটি পিকআপ ভ্যানের সাথে আমাদের অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ ওসি মমতাজুল হক এর সাথে মুঠোফোনে কথা বললে তিনি বলেন,সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত হয়েছে ও একজন গুরুতর আহত হয়েছে। এবিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।