8:56 am, Wednesday, 8 January 2025

ষড়যন্ত্র ও চক্রান্তের সামনে আমরা মাথা নত করবো না : ফখরুল

১৯৭৫ সালের পূর্বে দেশে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। তারা তখনো সারা দেশে লুটপাট, ষড়যন্ত্র, হত্যা, গুম করে ক্ষমতায় টিকেছিল এবং তাদের দুঃশাসনের ফলে দেশে দুর্ভিক্ষ হয়েছিল। আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করে একদলীয় শাসন ব্যবস্থা ও বাকশাল প্রতিষ্ঠা করেছিল। তারা যখনি ক্ষমতায় আসে তখনি জোর করে ক্ষমতায় টিকে থাকতে চায় বলে মন্তব্য করেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় ঠাকুরগাঁও পাবলিক মাঠে অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্র সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ১৯৭৫ সালের পূর্বে দেশে আওয়ামী লীগের একদলীয় শাসন ব্যবস্থার অবসান ঘটিয়ে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র ব্যবস্থা নিয়ে এসেছিলেন। এ ছাড়াও তিনি সংবাদপত্রের স্বাধীনতাসহ ছাত্রছাত্রীদের জন্য শিক্ষাব্যবস্থা উন্নয়নের জন্য বহু পদক্ষেপ গ্রহণ করেছিলেন। বিগত ১৫ বছরে ফ্যাসিস্ট সরকার শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে বলে তিনি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন, বিগত সরকার দেশের অর্থনীতে, রাজনীতি ও গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছিল। অসংখ্য ছাত্রকে হত্যা করেছিল। কিছুদিন আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তারা কয়েক হাজার ছাত্রছাত্রীকে হত্যা করেছে। ছাত্র ও জনগণের আন্দোলনের ফলে হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তখন আমাদের মাঝে নতুন একটা সম্ভাবনার দ্বার ও সুযোগ সৃষ্টি হয়েছে। আজকে আমাদের সব থেকে বেশি প্রয়োজন ছাত্র ও জনগণের ঐক্য।

দেশে নতুন করে ষড়যন্ত্র ও চক্রান্ত শুরু হয়েছে উল্লেখ করে বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই ষড়যন্ত্র ও চক্রান্তের সামনে আমরা মাথা নত করবো না। আজকে সবখানে বৈষম্য হয়েছে, দুর্নীতি হয়েছে। বৈষম্য ও দুর্নীতি দূর করে জনগণের একটি সরকার যেন প্রতিষ্ঠা করতে পারি সেই লক্ষ্যে আমাদের কাজ করতে হবে।

এ ছাড়াও মির্জা ফখরুল ছাত্রদের উদ্দেশ্যে বলেন, তোমাদের সবসময় জ্ঞানভিত্তিক রাজনীতি চর্চা করতে হবে। দেশের এবং পরিবারের উন্নয়নে কাজ করার আহ্বান জানান। এ সময় জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন, সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, জেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ কায়েসসহ জেলা-উপজেলা বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

খুলনা গেজেট/এএজে

The post ষড়যন্ত্র ও চক্রান্তের সামনে আমরা মাথা নত করবো না : ফখরুল appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.

Tag :

ষড়যন্ত্র ও চক্রান্তের সামনে আমরা মাথা নত করবো না : ফখরুল

Update Time : 11:07:21 pm, Saturday, 4 January 2025

১৯৭৫ সালের পূর্বে দেশে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। তারা তখনো সারা দেশে লুটপাট, ষড়যন্ত্র, হত্যা, গুম করে ক্ষমতায় টিকেছিল এবং তাদের দুঃশাসনের ফলে দেশে দুর্ভিক্ষ হয়েছিল। আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করে একদলীয় শাসন ব্যবস্থা ও বাকশাল প্রতিষ্ঠা করেছিল। তারা যখনি ক্ষমতায় আসে তখনি জোর করে ক্ষমতায় টিকে থাকতে চায় বলে মন্তব্য করেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় ঠাকুরগাঁও পাবলিক মাঠে অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্র সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ১৯৭৫ সালের পূর্বে দেশে আওয়ামী লীগের একদলীয় শাসন ব্যবস্থার অবসান ঘটিয়ে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র ব্যবস্থা নিয়ে এসেছিলেন। এ ছাড়াও তিনি সংবাদপত্রের স্বাধীনতাসহ ছাত্রছাত্রীদের জন্য শিক্ষাব্যবস্থা উন্নয়নের জন্য বহু পদক্ষেপ গ্রহণ করেছিলেন। বিগত ১৫ বছরে ফ্যাসিস্ট সরকার শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে বলে তিনি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন, বিগত সরকার দেশের অর্থনীতে, রাজনীতি ও গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছিল। অসংখ্য ছাত্রকে হত্যা করেছিল। কিছুদিন আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তারা কয়েক হাজার ছাত্রছাত্রীকে হত্যা করেছে। ছাত্র ও জনগণের আন্দোলনের ফলে হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তখন আমাদের মাঝে নতুন একটা সম্ভাবনার দ্বার ও সুযোগ সৃষ্টি হয়েছে। আজকে আমাদের সব থেকে বেশি প্রয়োজন ছাত্র ও জনগণের ঐক্য।

দেশে নতুন করে ষড়যন্ত্র ও চক্রান্ত শুরু হয়েছে উল্লেখ করে বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই ষড়যন্ত্র ও চক্রান্তের সামনে আমরা মাথা নত করবো না। আজকে সবখানে বৈষম্য হয়েছে, দুর্নীতি হয়েছে। বৈষম্য ও দুর্নীতি দূর করে জনগণের একটি সরকার যেন প্রতিষ্ঠা করতে পারি সেই লক্ষ্যে আমাদের কাজ করতে হবে।

এ ছাড়াও মির্জা ফখরুল ছাত্রদের উদ্দেশ্যে বলেন, তোমাদের সবসময় জ্ঞানভিত্তিক রাজনীতি চর্চা করতে হবে। দেশের এবং পরিবারের উন্নয়নে কাজ করার আহ্বান জানান। এ সময় জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন, সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, জেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ কায়েসসহ জেলা-উপজেলা বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

খুলনা গেজেট/এএজে

The post ষড়যন্ত্র ও চক্রান্তের সামনে আমরা মাথা নত করবো না : ফখরুল appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.