1:59 am, Thursday, 9 January 2025

যশোরে ট্রাকে ডাকাতি, ৬ জনের বিরুদ্ধে আদালতে মামলা

যশোরে গভীর রাতে সড়কে ট্রাক থামিয়ে ডাকাতির অভিযোগে ছয় জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। সোমবার (৬ জানুয়ারি) চৌগাছা উপজেলার খড়িঞ্চা গ্রামের মুক্তার আলীর ছেলে ট্রাক ড্রাইভার আলমগীর হোসেন বাদী হয়ে এ মামলাটি করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া অভিযোগটি তদন্ত করে ডিবি পুলিশকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন।

মামলায় অভিযুক্তরা হলো, চৌগাছা উপজেলার আফরা গ্রামের মশিয়ার রহমানের ছেলে আবু সাইদ মার্কিন, লবার ছেলে ইয়াছিন, মফিজুরের ছেলে মঞ্জুর, মৃত রজব আলীর ছেলে মশিয়ার রহমান, মিঠুর ছেলে ইমরান, মশিয়ারের ছেলে ইমন ও আমানতের ছেলে মফিজুর রহমান।

মামলায় বাদী বলেছেন, গত ১৩ ডিসেম্বর রাতে ট্রাক ড্রাইভার আলমগীর হোসেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার পুড়াপাড়া থেকে গাড়িতে ধানের কুড়া বোঝাই দিয়ে ফরিদপুরের উদ্দেশে রওনা দেন। একই সময়ে অপর চালক সোহাগ ও হেনজুও তাদের ট্রাক নিয়ে পাশা-পাশি যাচ্ছিলেন। পথিমধ্যে যশোর-চৌগাছা সড়কের সদরের জগহাটি গ্রামের রুলপাড়া এলাকায় পৌঁছালে আসামিরা তিনটি ট্রাকের গতিরোধ করে। এক পর্যায়ে ডাকাতরা তাদেরকে ধরে অস্ত্রের মুখে পাশের প্রাইমারি স্কুলের ফাঁকা মাঠের মধ্যে নিয়ে যায়। এরপর আসামিরা ট্রাক চালকদের মারপিট ও খুন জখমের ভয় দেখিয়ে নগদ ৪২ হাজার টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। এরমধ্যে ট্রাক চালকদের চিৎকারে আশে-পাশের লোকজন এসে আসামি মার্কিনকে ধরে গণপিটুনি দেয়। আসামি মার্কিন ও অপর দুই ট্রাক চালককে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়। পরে আসামিদের নাম ঠিকানা যাচাই-বাছাই করে তিনি আদালতে এ মামলা করেন।

খুলনা গেজেট/এএজে

The post যশোরে ট্রাকে ডাকাতি, ৬ জনের বিরুদ্ধে আদালতে মামলা appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.

Tag :

যশোরে ট্রাকে ডাকাতি, ৬ জনের বিরুদ্ধে আদালতে মামলা

Update Time : 11:07:19 pm, Monday, 6 January 2025

যশোরে গভীর রাতে সড়কে ট্রাক থামিয়ে ডাকাতির অভিযোগে ছয় জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। সোমবার (৬ জানুয়ারি) চৌগাছা উপজেলার খড়িঞ্চা গ্রামের মুক্তার আলীর ছেলে ট্রাক ড্রাইভার আলমগীর হোসেন বাদী হয়ে এ মামলাটি করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া অভিযোগটি তদন্ত করে ডিবি পুলিশকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন।

মামলায় অভিযুক্তরা হলো, চৌগাছা উপজেলার আফরা গ্রামের মশিয়ার রহমানের ছেলে আবু সাইদ মার্কিন, লবার ছেলে ইয়াছিন, মফিজুরের ছেলে মঞ্জুর, মৃত রজব আলীর ছেলে মশিয়ার রহমান, মিঠুর ছেলে ইমরান, মশিয়ারের ছেলে ইমন ও আমানতের ছেলে মফিজুর রহমান।

মামলায় বাদী বলেছেন, গত ১৩ ডিসেম্বর রাতে ট্রাক ড্রাইভার আলমগীর হোসেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার পুড়াপাড়া থেকে গাড়িতে ধানের কুড়া বোঝাই দিয়ে ফরিদপুরের উদ্দেশে রওনা দেন। একই সময়ে অপর চালক সোহাগ ও হেনজুও তাদের ট্রাক নিয়ে পাশা-পাশি যাচ্ছিলেন। পথিমধ্যে যশোর-চৌগাছা সড়কের সদরের জগহাটি গ্রামের রুলপাড়া এলাকায় পৌঁছালে আসামিরা তিনটি ট্রাকের গতিরোধ করে। এক পর্যায়ে ডাকাতরা তাদেরকে ধরে অস্ত্রের মুখে পাশের প্রাইমারি স্কুলের ফাঁকা মাঠের মধ্যে নিয়ে যায়। এরপর আসামিরা ট্রাক চালকদের মারপিট ও খুন জখমের ভয় দেখিয়ে নগদ ৪২ হাজার টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। এরমধ্যে ট্রাক চালকদের চিৎকারে আশে-পাশের লোকজন এসে আসামি মার্কিনকে ধরে গণপিটুনি দেয়। আসামি মার্কিন ও অপর দুই ট্রাক চালককে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়। পরে আসামিদের নাম ঠিকানা যাচাই-বাছাই করে তিনি আদালতে এ মামলা করেন।

খুলনা গেজেট/এএজে

The post যশোরে ট্রাকে ডাকাতি, ৬ জনের বিরুদ্ধে আদালতে মামলা appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.