দেশের উত্তরের সীমান্তঘেঁষা জেলা কুড়িগ্রামের ফুলবাড়ীতে এক সময়ের খরস্রোতা ধরলা-বারোমাসিয়া নদীসহ বিভিন্ন নদনদী শুকিয়ে গেছে। পানির পরিবর্তে নদী এখন সবুজ ফসলের মাঠে পরিণত হয়েছে। জেলেদের পরিবর্তে দেখা মিলছে চাষিদের ব্যস্ততা। নদীর বুকে চাষ হচ্ছে ধান, ভুট্টা, কলাসহ নানা ফসল। সরেজমিনে এমন চিত্র দেখা মেলে।
চাষিরা বলছেন, এসব নদনদীর বুকে তীরবর্তী চাষিরা টানা দেড় যুগ ধরে বোরো ধান, ভুট্টা, বাদাম, কলা, মরিচ,… বিস্তারিত