চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:
ভোলার চরফ্যাশন উপজেলায় মেঘনার তীর থেকে অজ্ঞাতপরিচয় (২০) এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বেতুয়া প্রশান্তি পার্ক সংলগ্ন মেঘনা নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। তবে মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছে পুলিশ।
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন কুমার সাহা এ তথ্য নিশ্চিত করে বলেন, নদীর পাড়ে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলার ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরও বলেন, মরদেহটি দুই/একদিন আগের হতে পারে। তবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।ময়নাতদন্তের রিপোর্ট পেলেই তার মৃত্যুর কারণ জানা যাবে।
The post চরফ্যাশনে মেঘনার তীরে পড়ে ছিল তরুণীর মরদেহ appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.