10:00 pm, Thursday, 9 January 2025

বরিশালের বাজার: চালের দাম কেজিতে বেড়েছে ১০ টাকা

নিজস্ব প্রতিনিধি:

বরিশালে হঠাৎ চালের দাম কেজিতে ৫ থেকে ১০ টাকা বেড়েছে। ব্যবসায়ীদের দাবি, মিলমালিকদের কারসাজিতে ভরা মৌসুমেও চালের বাজারের এ পরিস্থিতি। পাশাপাশি নগরীর বাজারে কর্তৃপক্ষের কোনো মনিটরিং না থাকায় সুযোগ নিচ্ছেন স্থানীয় ব্যবসায়ীরা। এতে বিপাকে পড়ছে মধ্যবিত্ত পরিবারের লোকজন। 

চালের প্রধান মোকাম ফড়িয়াপট্টি ঘুরে চিকন থেকে শুরু করে বালাম চালের দাম বাড়ার তথ্য পাওয়া গেছে। নগরের বিভিন্ন বাজারের ব্যবসায়ীরা এ সুযোগে বাড়তি দামে চাল বিক্রি করছেন। এর প্রভাব পড়ছে নগরের খুচরা বাজারে।

নগরের বাজার রোডের চাল ব্যবসায়ী মো. পান্না বলেন, ‘চালের দাম হঠাৎ বেড়েছে। গত সোমবারও মিনিকেট প্রতি কেজি ৭৮ টাকায় বিক্রি করেছেন। কিন্তু ১০ দিন আগে এরদাম ছিল ৬৮ টাকা। আটাশ বালাম ৬ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৬৪ টাকা। নাজিরশাইল বিক্রি হচ্ছে কেজি প্রতি ৮০-৮৫ টাকা, যা আগে খুচরা পর্যায়ে ৭০-৭৫ টাকায় বিক্রি হয়েছে। দাদা ৭০ টাকার স্থলে এখন ৭৬ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তবে চিনিগুঁড়া চাল স্থিতিশীল রয়েছে। একটু কমেছে মোটা চালের দাম। 

বটতলা বাজারের চাল বিক্রেতা রিয়াজ হোসেন বলেন, আমদানি ভালো হলেও চাতাল মিল মালিকেরা কারসাজি করছেন। 

ফড়িয়াপট্টির একাধিক চাল দোকানের মালিক নাম প্রকাশ না করার শর্তে বলেন, এখন আমনের ভরা মৌসুম। কৃষকের নতুন চাল বাজারে এসেছে, বিক্রিও হচ্ছে। ভারত থেকে আমদানি করা চাল বাজারে এসেছে। এতে বেড়েছে সরবরাহ। বাজারে চাহিদার তুলনায় কোনো ঘাটতি নেই। কিন্তু বাড়তি দরে বিক্রি করতে হচ্ছে। কারণ, মিল থেকে হঠাৎ সব ধরনের চাল ৫-১০ টাকা কেজি বাড়ানো হয়েছে। এ কারণে খুচরা পর্যায়ে বেড়েছে। 

বরিশাল চাউল আড়তদার সমিতির সাধারণ সম্পাদক ফারুক আলম বলেন, বরিশালবাসীর দুর্ভাগ্য যে এখানে ততটা ধান উৎপাদন করে না। যে কারণে ধানের দাম বেশি দেখিয়ে মিলাররা দাম বাড়াচ্ছেন। এবার মিনিকেটের দাম বেশি বেড়েছে। এটা নিয়ন্ত্রণও হবে বলে জানান তিনি।

কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) বরিশালের সাধারণ সম্পাদক রনজিৎ দত্ত বলেন, মৌসুমের শুরুতে চালের দাম বাড়া ভালো খবর নয়। সাধারণ মানুষের কষ্ট হচ্ছে। কেন চালের দাম বাড়ল, তা প্রশাসনের খতিয়ে দেখা দরকার। জেলা প্রশাসনের টাস্কফোর্স সভায় বিষয়টি উত্থাপন করা হবে।

বরিশাল জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুমী রানী মিত্র বলেন, ‘চালের দাম বাড়ার বিষয়টি আমরা জানি। এখন পর্যন্ত মাঠপর্যায়ে কাজ করিনি। কেন চালের দাম বাড়ল, আজ (বুধবার) বিষয়টি দেখব।’

The post বরিশালের বাজার: চালের দাম কেজিতে বেড়েছে ১০ টাকা appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.

Tag :

বরিশালের বাজার: চালের দাম কেজিতে বেড়েছে ১০ টাকা

Update Time : 11:07:32 am, Wednesday, 8 January 2025

নিজস্ব প্রতিনিধি:

বরিশালে হঠাৎ চালের দাম কেজিতে ৫ থেকে ১০ টাকা বেড়েছে। ব্যবসায়ীদের দাবি, মিলমালিকদের কারসাজিতে ভরা মৌসুমেও চালের বাজারের এ পরিস্থিতি। পাশাপাশি নগরীর বাজারে কর্তৃপক্ষের কোনো মনিটরিং না থাকায় সুযোগ নিচ্ছেন স্থানীয় ব্যবসায়ীরা। এতে বিপাকে পড়ছে মধ্যবিত্ত পরিবারের লোকজন। 

চালের প্রধান মোকাম ফড়িয়াপট্টি ঘুরে চিকন থেকে শুরু করে বালাম চালের দাম বাড়ার তথ্য পাওয়া গেছে। নগরের বিভিন্ন বাজারের ব্যবসায়ীরা এ সুযোগে বাড়তি দামে চাল বিক্রি করছেন। এর প্রভাব পড়ছে নগরের খুচরা বাজারে।

নগরের বাজার রোডের চাল ব্যবসায়ী মো. পান্না বলেন, ‘চালের দাম হঠাৎ বেড়েছে। গত সোমবারও মিনিকেট প্রতি কেজি ৭৮ টাকায় বিক্রি করেছেন। কিন্তু ১০ দিন আগে এরদাম ছিল ৬৮ টাকা। আটাশ বালাম ৬ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৬৪ টাকা। নাজিরশাইল বিক্রি হচ্ছে কেজি প্রতি ৮০-৮৫ টাকা, যা আগে খুচরা পর্যায়ে ৭০-৭৫ টাকায় বিক্রি হয়েছে। দাদা ৭০ টাকার স্থলে এখন ৭৬ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তবে চিনিগুঁড়া চাল স্থিতিশীল রয়েছে। একটু কমেছে মোটা চালের দাম। 

বটতলা বাজারের চাল বিক্রেতা রিয়াজ হোসেন বলেন, আমদানি ভালো হলেও চাতাল মিল মালিকেরা কারসাজি করছেন। 

ফড়িয়াপট্টির একাধিক চাল দোকানের মালিক নাম প্রকাশ না করার শর্তে বলেন, এখন আমনের ভরা মৌসুম। কৃষকের নতুন চাল বাজারে এসেছে, বিক্রিও হচ্ছে। ভারত থেকে আমদানি করা চাল বাজারে এসেছে। এতে বেড়েছে সরবরাহ। বাজারে চাহিদার তুলনায় কোনো ঘাটতি নেই। কিন্তু বাড়তি দরে বিক্রি করতে হচ্ছে। কারণ, মিল থেকে হঠাৎ সব ধরনের চাল ৫-১০ টাকা কেজি বাড়ানো হয়েছে। এ কারণে খুচরা পর্যায়ে বেড়েছে। 

বরিশাল চাউল আড়তদার সমিতির সাধারণ সম্পাদক ফারুক আলম বলেন, বরিশালবাসীর দুর্ভাগ্য যে এখানে ততটা ধান উৎপাদন করে না। যে কারণে ধানের দাম বেশি দেখিয়ে মিলাররা দাম বাড়াচ্ছেন। এবার মিনিকেটের দাম বেশি বেড়েছে। এটা নিয়ন্ত্রণও হবে বলে জানান তিনি।

কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) বরিশালের সাধারণ সম্পাদক রনজিৎ দত্ত বলেন, মৌসুমের শুরুতে চালের দাম বাড়া ভালো খবর নয়। সাধারণ মানুষের কষ্ট হচ্ছে। কেন চালের দাম বাড়ল, তা প্রশাসনের খতিয়ে দেখা দরকার। জেলা প্রশাসনের টাস্কফোর্স সভায় বিষয়টি উত্থাপন করা হবে।

বরিশাল জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুমী রানী মিত্র বলেন, ‘চালের দাম বাড়ার বিষয়টি আমরা জানি। এখন পর্যন্ত মাঠপর্যায়ে কাজ করিনি। কেন চালের দাম বাড়ল, আজ (বুধবার) বিষয়টি দেখব।’

The post বরিশালের বাজার: চালের দাম কেজিতে বেড়েছে ১০ টাকা appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.