নগর প্রতিনিধি:
নগরের একটি ড্রেন থেকে স্থানীয় এক যুবলীগ নেতার ভাইয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে নগরের বটতলা বাজার এলাকার একটি ড্রেন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) এইচএম সজল বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের নাম মোহাম্মদ মোমিন মিয়া (৩২)। তিনি নগরের রুইয়ার পোল এলাকার বাসিন্দা আবুল খায়ের ধলু মিয়ার ছেলে ও ১৮ নম্বর ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক শহিদুল ইসলাম মুন্নার ছোট ভাই।
এসআই এইচএম সজল মিয়া বলেন, মঙ্গলবার রাতে বাসা থেকে বের হন মোমিন। সকালে নগরীর বটতলা বাজার সংলগ্ন আব্দুর হামিদ মিয়া সড়কের ড্রেনের ভেতর তার মরদেহ ভাসছিল। সেটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।প্রতিবেদন পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
পরিবারের বরাত দিয়ে এসআই জানান, মোমিন মাদকাসক্ত ছিলেন। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত মাদক সেবনের কারণে ড্রেনে পড়ে যান তিনি। এরপর আর উঠতে পারেনি।
যুবলীগ নেতা শহিদুল ইসলাম মুন্না বলেন, শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। ধারণা করছি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে মোমিন। ময়নাতদন্ত করা হয়েছে। প্রতিবেদনে যদি হত্যার বিষয় আসে, তাহলে মামলা করা হবে।
The post ড্রেন থেকে যুবলীগ নেতার ভাইয়ের মরদেহ উদ্ধার appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.