11:09 pm, Thursday, 9 January 2025

অস্কার দৌড়ে প্রথমবারের মতো বাংলা সিনেমা

অস্কারের দৌড়ে ‘সেরা ছবি’ ক্যাটাগরিতে জায়গা করে নিল ভারতীয় বাংলা সিনেমা ‘পুতুল’। প্রথম বাংলা চলচ্চিত্র হিসেবে এই কৃতিত্ব অর্জন করল ইন্দিরা ধর মুখার্জি পরিচালিত সিনেমাটি। শুধু তাই নয়, সেখানেই আরও ‘মোয়ানা টু’, ‘মুফাসা: দ্য লায়ন কিং’-এর মতো আরও ৩৮ টি ছবির সঙ্গে জায়গা করে নিয়েছে।

সোমবার (৬ জানুয়ারি) একটি তালিকা প্রকাশ করেছে দ্য একাডেমি অব মোশন পিকচার্স অ্যান্ড সায়েন্সেস। যেখানে জায়গা পেয়েছে মোট ৩২৩টি চলচ্চিত্র। এর মধ্যে বেস্ট পিকচার্স বিভাগে রয়েছে ২০৭টি ছবি। এই তালিকায় জ্বলজ্বল করছে ইন্দিরার ‘পুতুল’। এবার দেখার পালা অস্কার ঘরে আনতে পারে কিনা ‘পুতুল’।

এ ছাড়া আরও ৬টি ভারতীয় সিনেমা রয়েছে এই তালিকায়, সেগুলো হলো ‌‘কাঙ্গুবা’, ‘আদুজীভিথাম-দ্য গোট লাইফ’, ‘সন্তোষ’, ‘স্বতন্ত্র বীর সাভারকর’, ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’ ও ‘গার্লস উইল বি গার্লস’।

এর আগে অস্কারে নির্বাচিত হয়েছিল ‘পুতুল’ ছবির গান ‘ইতি মা’। এটি গেয়েছিলেন ইমন চক্রবর্তী। তবে শেষ পর্যন্ত অস্কার থেকে ছিটকে যায় গানটি। অবশ্য এ নিয়ে দুঃখ নেই ইন্দিরার। বরং তার মতে, ‘ইতিহাস তৈরি করতে পেরেছি।’

এবার ছবি জায়গা পাওয়ায় ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে এই নির্মাতা বললেন, ‘অস্কার কমিটিকে আমার আন্তরিক ধন্যবাদ। আমার কাজ, আমার ডিরেকশন, আমার লেখা পছন্দ করার জন্য অসংখ্য ধন্যবাদ। বেস্ট পিকচার্স ক্যাটাগরিতে আমার ছবি প্রতিযোগিতা করছে। আরও একটি গর্বের বিষয়, একাডেমি ওয়েবসাইটেও এখন রয়েছে।’

বুধবার (৮ জানুয়ারি) থেকে ৯৭তম অস্কারে বেস্ট পিকচার্স বিভাগে মনোনয়নের জন্য ভোটগ্রহণ শুরু হয়েছে। এরপর ১৭ জানুয়ারি ঘোষিত হবে চূড়ান্ত মনোনয়ন তালিকা। আর অস্কার প্রদান অনুষ্ঠানের আসর বসবে চলতি বছরের ২ মার্চ।

খুলনা গেজেট/এএজে

The post অস্কার দৌড়ে প্রথমবারের মতো বাংলা সিনেমা appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.

Tag :

অস্কার দৌড়ে প্রথমবারের মতো বাংলা সিনেমা

Update Time : 04:07:35 pm, Wednesday, 8 January 2025

অস্কারের দৌড়ে ‘সেরা ছবি’ ক্যাটাগরিতে জায়গা করে নিল ভারতীয় বাংলা সিনেমা ‘পুতুল’। প্রথম বাংলা চলচ্চিত্র হিসেবে এই কৃতিত্ব অর্জন করল ইন্দিরা ধর মুখার্জি পরিচালিত সিনেমাটি। শুধু তাই নয়, সেখানেই আরও ‘মোয়ানা টু’, ‘মুফাসা: দ্য লায়ন কিং’-এর মতো আরও ৩৮ টি ছবির সঙ্গে জায়গা করে নিয়েছে।

সোমবার (৬ জানুয়ারি) একটি তালিকা প্রকাশ করেছে দ্য একাডেমি অব মোশন পিকচার্স অ্যান্ড সায়েন্সেস। যেখানে জায়গা পেয়েছে মোট ৩২৩টি চলচ্চিত্র। এর মধ্যে বেস্ট পিকচার্স বিভাগে রয়েছে ২০৭টি ছবি। এই তালিকায় জ্বলজ্বল করছে ইন্দিরার ‘পুতুল’। এবার দেখার পালা অস্কার ঘরে আনতে পারে কিনা ‘পুতুল’।

এ ছাড়া আরও ৬টি ভারতীয় সিনেমা রয়েছে এই তালিকায়, সেগুলো হলো ‌‘কাঙ্গুবা’, ‘আদুজীভিথাম-দ্য গোট লাইফ’, ‘সন্তোষ’, ‘স্বতন্ত্র বীর সাভারকর’, ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’ ও ‘গার্লস উইল বি গার্লস’।

এর আগে অস্কারে নির্বাচিত হয়েছিল ‘পুতুল’ ছবির গান ‘ইতি মা’। এটি গেয়েছিলেন ইমন চক্রবর্তী। তবে শেষ পর্যন্ত অস্কার থেকে ছিটকে যায় গানটি। অবশ্য এ নিয়ে দুঃখ নেই ইন্দিরার। বরং তার মতে, ‘ইতিহাস তৈরি করতে পেরেছি।’

এবার ছবি জায়গা পাওয়ায় ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে এই নির্মাতা বললেন, ‘অস্কার কমিটিকে আমার আন্তরিক ধন্যবাদ। আমার কাজ, আমার ডিরেকশন, আমার লেখা পছন্দ করার জন্য অসংখ্য ধন্যবাদ। বেস্ট পিকচার্স ক্যাটাগরিতে আমার ছবি প্রতিযোগিতা করছে। আরও একটি গর্বের বিষয়, একাডেমি ওয়েবসাইটেও এখন রয়েছে।’

বুধবার (৮ জানুয়ারি) থেকে ৯৭তম অস্কারে বেস্ট পিকচার্স বিভাগে মনোনয়নের জন্য ভোটগ্রহণ শুরু হয়েছে। এরপর ১৭ জানুয়ারি ঘোষিত হবে চূড়ান্ত মনোনয়ন তালিকা। আর অস্কার প্রদান অনুষ্ঠানের আসর বসবে চলতি বছরের ২ মার্চ।

খুলনা গেজেট/এএজে

The post অস্কার দৌড়ে প্রথমবারের মতো বাংলা সিনেমা appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.