3:05 am, Friday, 10 January 2025

মেহেরপুরে বাসচাপায় প্রাণ গেলো দুই কলেজছাত্রের

মেহেরপুরের গাংনীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী দুই কলেজছাত্র নিহত হয়েছেন। বুধবার (৮ জানুয়ারি) বেলা সাড়ে ৩টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গাংনী উপজেলার আকুবপির গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গাংনী উপজেলার পীরতলা গ্রামের সৌদি প্রবাসী আলেক হোসেনের ছেলে সিয়াম হোসেন (১৮) ও একই গ্রামের আরেক সৌদি প্রবাসী সোহরাব হোসেন ওরফে সেন্টুর ছেলে আব্দুল্লাহেল বাকী (১৮)। তারা দুজনেই কুষ্টিয়া ইসলামিয়া কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি বলেন, মোটরসাইকেলযোগে নিহতরা কুষ্টিয়া যাচ্ছিলেন। এ সময় কুষ্টিয়া থেকে ছেড়ে আসা রফরফ পরিবহন (যার নং কক্সবাজার জ-০৪-০০২১) নামের যাত্রীবাহী একটি লোকাল বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান সিয়াম হোসেন। এ ছাড়া গুরুতর আহত হন অপর সঙ্গী আব্দুল্লাহ হেল বাকী। তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

এদিকে স্থানীয় বাসিন্দারা ঘাতক বাসটিকে আটক করে থানা পুলিশে সোপর্দ করেছেন।

ওসি বানী ইসরাইল আরও বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়ার প্রস্তুতি চলছে। এ ছাড়া বাসটিকে থানায় নেওয়া হয়েছে।

খুলনা গেজেট/এএজে

The post মেহেরপুরে বাসচাপায় প্রাণ গেলো দুই কলেজছাত্রের appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.

Tag :

মেহেরপুরে বাসচাপায় প্রাণ গেলো দুই কলেজছাত্রের

Update Time : 07:09:33 pm, Wednesday, 8 January 2025

মেহেরপুরের গাংনীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী দুই কলেজছাত্র নিহত হয়েছেন। বুধবার (৮ জানুয়ারি) বেলা সাড়ে ৩টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গাংনী উপজেলার আকুবপির গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গাংনী উপজেলার পীরতলা গ্রামের সৌদি প্রবাসী আলেক হোসেনের ছেলে সিয়াম হোসেন (১৮) ও একই গ্রামের আরেক সৌদি প্রবাসী সোহরাব হোসেন ওরফে সেন্টুর ছেলে আব্দুল্লাহেল বাকী (১৮)। তারা দুজনেই কুষ্টিয়া ইসলামিয়া কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি বলেন, মোটরসাইকেলযোগে নিহতরা কুষ্টিয়া যাচ্ছিলেন। এ সময় কুষ্টিয়া থেকে ছেড়ে আসা রফরফ পরিবহন (যার নং কক্সবাজার জ-০৪-০০২১) নামের যাত্রীবাহী একটি লোকাল বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান সিয়াম হোসেন। এ ছাড়া গুরুতর আহত হন অপর সঙ্গী আব্দুল্লাহ হেল বাকী। তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

এদিকে স্থানীয় বাসিন্দারা ঘাতক বাসটিকে আটক করে থানা পুলিশে সোপর্দ করেছেন।

ওসি বানী ইসরাইল আরও বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়ার প্রস্তুতি চলছে। এ ছাড়া বাসটিকে থানায় নেওয়া হয়েছে।

খুলনা গেজেট/এএজে

The post মেহেরপুরে বাসচাপায় প্রাণ গেলো দুই কলেজছাত্রের appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.