যশোরের চৌগাছায় গভীর রাতে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা। মঙ্গলবার (৭ জানুয়ারি) গভীর রাতে পৌর এলাকা ও বাজার এলাকায় এসব কম্বল বিতরণ করেন তিনি।
এ সময় কম্বল বিতরণে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কমকর্তা মুসাব্বির হুসাইন, প্রকৌশলী রিয়াসাত ইমতিয়াজ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামসুন্নাহার, আনসার ভিডিপি কর্মকর্তা মোহাম্মদ শাহাদাৎ হোসেন, পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী বালি আবুল কালাম প্রমূখ।
উপজেলা নির্বাহী অফিসার সুস্মিত সাহা জানান, সারাদেশের ন্যায় চৌগাছাতে শীত জেঁকে বসেছে। এই শীতে কোনো দুঃস্থ মানুষ যেন কষ্ট না পায়, সেজন্য সরকার তাদের জন্য কম্বল পাঠিয়েছে। আর সরকারের বরাদ্দকৃত শীতবস্ত্র নিয়ে তাদের সামনে দাঁড়িয়েছি। এভাবেই শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে বলে জানান তিনি।
খুলনা গেজেট/এএজে
The post শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করলেন চৌগাছায় ইউএনও appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.